বাংলাদেশে সিএসআর কার্যক্রম পরিচালনা করছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
যুগান্তর প্রতিবেদন
১৬ নভেম্বর ২০২২, ২২:০১:৫৭ | অনলাইন সংস্করণ
ঢাকা ও চট্টগ্রামে সিএসআর কার্যক্রম পরিচালনা করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। নোয়াখালী এলাকার মানুষের জন্য নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে এসবিআই। ঢাকার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীদের পরিবহণে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।
আর চট্টগ্রামের আরেকটি ইভেন্টে এসবিআই কর্তৃক কন্যা শিশুর শিক্ষার জন্য চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন গার্লস হাই স্কুলে কম্পিউটারসহ শিক্ষা সামগ্রী প্রদান করেছে।
বুধবার রাজধানীর এসবিআই কার্যালয় ও চট্টগ্রামে এসব অনুষ্ঠান হয়।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিজিওনাল হেড (সাউথ এশিয়া রিজিয়ন) বিকাশ গোয়েন ঢাকা ও চট্টগ্রাম উভয় ইভেন্টে সভাপতিত্ব করেন। এ সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার উপস্থিত ছিলেন।
এ সময় গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, ট্রাস্টি অধ্যাপক কামরুল হাসান খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিরা গান্ধী আশ্রম ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। ঢাকায় এ অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও গান্ধী আশ্রম ট্রাস্টের বাংলাদেশ অপারেশন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাশ গোয়েল চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশে ভারতের হাইকমিশনার, বিএফআইইউ, বাংলাদেশের প্রধান, ব্যাংকিং শিল্প ও ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।
ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই। সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় তাদের ব্যবসার উন্নতির জন্য ভারতের গান্ধীনগরের জিআইএফটি সিটিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস খুলেছে। গোয়েল দক্ষিণ এশিয়ার প্রথম আঞ্চলিক প্রধান হিসেবে জোর দিয়ে বলেন, এসবিআই বাংলাদেশ অপারেশন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ১৯৭৫ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং বর্তমানে বাংলাদেশে ৩টি শাখা রয়েছে। এটি ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশে ১৫টি স্থানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশে সিএসআর কার্যক্রম পরিচালনা করছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
ঢাকা ও চট্টগ্রামে সিএসআর কার্যক্রম পরিচালনা করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। নোয়াখালী এলাকার মানুষের জন্য নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে এসবিআই। ঢাকার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীদের পরিবহণে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।
আর চট্টগ্রামের আরেকটি ইভেন্টে এসবিআই কর্তৃক কন্যা শিশুর শিক্ষার জন্য চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন গার্লস হাই স্কুলে কম্পিউটারসহ শিক্ষা সামগ্রী প্রদান করেছে।
বুধবার রাজধানীর এসবিআই কার্যালয় ও চট্টগ্রামে এসব অনুষ্ঠান হয়।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিজিওনাল হেড (সাউথ এশিয়া রিজিয়ন) বিকাশ গোয়েন ঢাকা ও চট্টগ্রাম উভয় ইভেন্টে সভাপতিত্ব করেন। এ সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার উপস্থিত ছিলেন।
এ সময় গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, ট্রাস্টি অধ্যাপক কামরুল হাসান খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিরা গান্ধী আশ্রম ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। ঢাকায় এ অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও গান্ধী আশ্রম ট্রাস্টের বাংলাদেশ অপারেশন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাশ গোয়েল চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশে ভারতের হাইকমিশনার, বিএফআইইউ, বাংলাদেশের প্রধান, ব্যাংকিং শিল্প ও ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।
ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই। সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় তাদের ব্যবসার উন্নতির জন্য ভারতের গান্ধীনগরের জিআইএফটি সিটিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস খুলেছে। গোয়েল দক্ষিণ এশিয়ার প্রথম আঞ্চলিক প্রধান হিসেবে জোর দিয়ে বলেন, এসবিআই বাংলাদেশ অপারেশন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ১৯৭৫ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং বর্তমানে বাংলাদেশে ৩টি শাখা রয়েছে। এটি ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশে ১৫টি স্থানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে।