বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মুদ্রানীতি আসছে
যুগান্তর প্রতিবেদন
১২ জানুয়ারি ২০২৩, ২৩:০২:৫৫ | অনলাইন সংস্করণ
বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতে সৃষ্ট মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানাসহ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি আসছে আগামী রোববার।
অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে দেশে উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য সংকটের আশঙ্কা, তারল্য পরিস্থিতি- এসব বহুমুখী চ্যালেঞ্জ সামাল দিয়ে প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ঘোষিত হবে আগামী ছয় মাসের পথনকশা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ মুদ্রানীতি ঘোষণা করবেন। এ দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।
আগে এই মুদ্রানীতি বছরে দুইবার ঘোষণার রেওয়াজ ছিল কিন্তু সাবেক গভর্নর ফজলে কবির সেই রেওয়াজ ভেঙে বছরে একবার করতে শুরু করেছিলেন। এবার ফের বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণার লক্ষ্যে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি রোববার ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে গভর্নর ছাড়াও উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মুদ্রানীতি আসছে
বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতে সৃষ্ট মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানাসহ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি আসছে আগামী রোববার।
অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে দেশে উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য সংকটের আশঙ্কা, তারল্য পরিস্থিতি- এসব বহুমুখী চ্যালেঞ্জ সামাল দিয়ে প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ঘোষিত হবে আগামী ছয় মাসের পথনকশা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ মুদ্রানীতি ঘোষণা করবেন। এ দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।
আগে এই মুদ্রানীতি বছরে দুইবার ঘোষণার রেওয়াজ ছিল কিন্তু সাবেক গভর্নর ফজলে কবির সেই রেওয়াজ ভেঙে বছরে একবার করতে শুরু করেছিলেন। এবার ফের বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণার লক্ষ্যে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি রোববার ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে গভর্নর ছাড়াও উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র।