সুনামগঞ্জ-১: বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি নজির হোসেন
হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর (সুনামগঞ্জ)
২৭ নভেম্বর ২০১৮, ০৯:৫৭:৫৯ | অনলাইন সংস্করণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন এ আসনের তিনবারের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন।
এদিকে কৌশলগত কারণে বিকল্প প্রার্থী হিসেবে একই আসনে জেলা বিএনপির সহ-সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে দলীয় প্রার্থীদের দ্বিতীয় ধাপে নাম ঘোষণাকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের হাতে নজির হোসেনের প্রার্থিতার চিঠিটি তুলে দেন।
নজির হোসেন ১৯৯১ সালে সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বিএনপিতে যোগদান করেন।
পরে ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি একাধারে ১০ বছর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ৫ বছর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও ২০০১ বিএনপি সরকারের আমলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নজির হোসেনের বিএনপির মনোনয়নপ্রাপ্তিতে নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা এলাকায় দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সকাল থেকেই বেশ চাঙ্গাভাব ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এ আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দুবারের সংসদ সদস্য মোয়াজ্জোম হোসেন রতন এমপি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুনামগঞ্জ-১: বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি নজির হোসেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন এ আসনের তিনবারের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন।
এদিকে কৌশলগত কারণে বিকল্প প্রার্থী হিসেবে একই আসনে জেলা বিএনপির সহ-সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে দলীয় প্রার্থীদের দ্বিতীয় ধাপে নাম ঘোষণাকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের হাতে নজির হোসেনের প্রার্থিতার চিঠিটি তুলে দেন।
নজির হোসেন ১৯৯১ সালে সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বিএনপিতে যোগদান করেন।
পরে ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি একাধারে ১০ বছর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ৫ বছর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও ২০০১ বিএনপি সরকারের আমলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নজির হোসেনের বিএনপির মনোনয়নপ্রাপ্তিতে নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা এলাকায় দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সকাল থেকেই বেশ চাঙ্গাভাব ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এ আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দুবারের সংসদ সদস্য মোয়াজ্জোম হোসেন রতন এমপি।