চট্টগ্রাম-৯: প্রচারের শেষ দিনে কারাবন্দি ছেলের জন্য মায়ের ভোট প্রার্থনা
২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩২:২৬ | অনলাইন সংস্করণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের কারাবন্দি বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান তার মা শায়েস্তা খানম।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ভোটারদের কাছে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে শায়েস্তা খানম বলেন, ‘আমার ছেলেকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। আমরা বাসায় থাকতে পারছি না। নির্বাচনী প্রচার করতে পারছি না। এ অন্যায়ের প্রতিবাদে ধানের শীষে ভোট দিয়ে আমার ছেলেকে জয়যুক্ত করুন।
তিনি বলেন, মা হয়ে ছেলের জন্য এ অনুরোধ করছি আপনাদের কাছে। ভোটের মাধ্যমে সব কারাবন্দিকে মুক্ত করবেন এ অনুরোধ করছি।
এ সময় তিনি ৩০ ডিসেম্বর সকালে বাকলিয়ার জাইল্লাপাড়া গার্লস স্কুলে নিজের ভোট দিতে যাবেন বলে জানিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এদিকে সংবাদ সম্মেলনের পাশাপাশি কারাবন্দি ছেলের জন্য মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমেও ভোট প্রার্থনা করেছেন শায়েস্তা খানম।
শায়েস্তা খানম ওই বার্তায় লিখেছেন-‘সালাম/আদাব আমি ডা. শাহাদাত হোসেনের মা, শাহাদাতকে ধানের শীষে একটি ভোট দিন।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রাম-৯: প্রচারের শেষ দিনে কারাবন্দি ছেলের জন্য মায়ের ভোট প্রার্থনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের কারাবন্দি বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান তার মা শায়েস্তা খানম।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ভোটারদের কাছে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে শায়েস্তা খানম বলেন, ‘আমার ছেলেকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। আমরা বাসায় থাকতে পারছি না। নির্বাচনী প্রচার করতে পারছি না। এ অন্যায়ের প্রতিবাদে ধানের শীষে ভোট দিয়ে আমার ছেলেকে জয়যুক্ত করুন।
তিনি বলেন, মা হয়ে ছেলের জন্য এ অনুরোধ করছি আপনাদের কাছে। ভোটের মাধ্যমে সব কারাবন্দিকে মুক্ত করবেন এ অনুরোধ করছি।
এ সময় তিনি ৩০ ডিসেম্বর সকালে বাকলিয়ার জাইল্লাপাড়া গার্লস স্কুলে নিজের ভোট দিতে যাবেন বলে জানিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এদিকে সংবাদ সম্মেলনের পাশাপাশি কারাবন্দি ছেলের জন্য মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমেও ভোট প্রার্থনা করেছেন শায়েস্তা খানম।
শায়েস্তা খানম ওই বার্তায় লিখেছেন-‘সালাম/আদাব আমি ডা. শাহাদাত হোসেনের মা, শাহাদাতকে ধানের শীষে একটি ভোট দিন।’