যুগান্তর রিপোর্ট ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ -৬ (ভৈরব -কুলিয়ারচর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি দলীয় প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের কুলিয়ারচরের গ্রামের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পরিচালিত এ অভিযানের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার পাশাপাশি চারটি গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে ফোনে অভিযোগ করেন শরীফুল আলম।
এ ঘটনার পর শরীফুল আলম নিজ ফেসবুকে যৌথ বাহিনীর এ অভিযানে ভাঙচুরের ছবি পোস্ট করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯