ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
* অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিরিজ ‘রিচার’। ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচারকে নিয়েই নির্মিত হয়েছে এ সিরিজ। নির্মাণ করেছেন নিক সান্টোরা। অভিনয় করেছেন অ্যালান রিচসন, ম্যালকম গুডউইন, উইলা ফিটজেরাল্ড প্রমুখ।
* জি ফাইভে দেখা যাচ্ছে সিরিজ ‘আয়্যানা মানে’। অতিপ্রাকৃত বিশ্বাস, পারিবারিক ইতিহাস এবং আত্ম উপলব্ধির দুর্দান্ত সংমিশ্রণ ঘটানো হয়েছে এ সিরিজে। পরিচালনা করেছেন রমেশ ইন্দিরা। এতে অভিনয় করেছেন কুশি রবি, রমেশ ইন্দিরা, মানসী সুধীর প্রমুখ।
* জিওহটস্টারে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘অ্যান্ডর’র দ্বিতীয় মৌসুম। পরিচালনা করেছেন টনি গিলরয়। প্রথম মৌসুম দারুণ সফল হয়েছে, তাই দ্বিতীয় মৌসুম নিয়েও রয়েছে দর্শক আগ্রহ। এতে অভিনয় করেছেন ডিয়েগো লুনা, কাইল সোলার, অ্যান্ড্রিয়া অ্যারজোনা, ফিওনা শ প্রমুখ।
* বঙ্গতে মুক্তি পেয়েছে বাংলা ভাষায় ডাবিংকৃত তামিল সিনেমা ‘সুপ্রিম’। পরিচালনা করেছেন অনিল রবিপুদি। এতে অভিনয় করেছেন সাই ধরম তেজ, রাশি খান্না, মিখাইল গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, কবির দুহান সিং, রবি কিষাণ প্রমুখ।
