নতুন গানে অধরা জাহান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
উপস্থাপিকা, গীতিকবি ও লেখক অধরা জাহান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুবছরেরও বেশি সময় বিরতির পর আবারও কাজে ফিরেছেন উপস্থাপিকা, গীতিকবি ও লেখক অধরা জাহান। কিছুদিন আগে থেকে শুরু করেছেন উপস্থাপনা। এবার লিখেছেন নতুন একটি গান। একটি নাটকে ব্যবহৃত হবে এটি। গেয়েছেন কোনাল। লেখালেখিটা অবশ্য বন্ধ থাকেনি। কাজে ফেরা প্রসঙ্গে অধরা বলেন, ‘অনেকটা অভিমান থেকেই আমি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তবে উপস্থাপনার জায়গাটা আমি মিস করি। শ্রদ্ধেয় প্রয়াত শিল্পী সুরকার সতীনাথ মুখোপাধ্যায় এবং সুরকার নচিকেতা ঘোষকে ট্রিভিউট করে একটি আয়োজন করেছে সময় টেলিভিশন। সে আয়োজনে উপস্থাপনার মধ্য দিয়ে আবারও কাজে ফিরেছি। এ ছাড়া বাংলাদেশ বেতারসহ নাটকেও নিয়মিত গান লিখছি।’ তিনি আরও জানিয়েছেন, সামনে নারী দিবসকে ঘিরেও চলছে তার নতুন কাজের প্রস্তুতি। বইমেলাকে কেন্দ্র করেও চলছে অধরার ব্যস্ততা। আগামী বইমেলায় প্রকাশ হবে তার সপ্তম বই কাব্য গ্রন্থ ‘রাত্রি যখন আসে’।
