টুকরো খবর
উপস্থাপনায় ব্যস্ত থাকতে চান আগুন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় সংগীতশিল্পী আগুন এখন উপস্থাপনা নিয়ে ব্যস্ত। অবশ্য গানও করছেন, তবে তা সংখ্যায় খুব কম। বিটিভির রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’র বিচারক হিসাবেও কাজ করেছেন। তবে উপস্থাপনার প্রতিই ঝোঁক বেশি তার। বিটিভির ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামক একটি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক এ সংগীতশিল্পী। প্রতিটি পর্বেই আগত শিল্পীদের সঙ্গে গল্প গানে মেতে ওঠেন আগুন। এরইমধ্যে অনুষ্ঠানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগুনও জানান, তিনি এটি ধারাবাহিকভাবে করে যেতে চান। তিনি বলেন, ‘অনুষ্ঠানটির উপস্থাপনা করে ভীষণ ভালো লাগছে। বিটিভি কর্তৃপক্ষও ভীষণ খুশি এ অনুষ্ঠান ঘিরে। আগুন ঝরা সন্ধ্যা নিয়ে আগামীতে আমার আরও সুন্দর পরিকল্পনা রয়েছে। সময় এলেই দর্শক তা দেখতে পাবেন বিটিভির পর্দায়।’ এদিকে চলতি মাসের প্রথম দিনে ‘সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আগুনের কণ্ঠের ‘জীবন’ শিরোনামের একটি পুরোনো গান। নিজের ফেসবুকে শেয়ার দিয়ে গানটি শোনার জন্য সবাইকে আহ্বান করেন শিল্পী। এ প্রসঙ্গে আগুন বলেন, ‘জীবন গানটির কথা ও সুর আরমান খানের। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আবারও অনেক দিন পর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে। কারণ গানের কথা ও সুর সময়োপযোগী। যে কারণে গানটি এ মাসের প্রথম দিনে আবার প্রকাশ পেল।’
