Logo
Logo
×

বিনোদন

সাবেক প্রেমিকের বিরুদ্ধে যেসব অভিযোগ দেবচন্দ্রিমার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম

সাবেক প্রেমিকের বিরুদ্ধে যেসব অভিযোগ দেবচন্দ্রিমার

ভিডিও পোস্ট করে ওপার অভিনেতা সায়ন্ত মোদকের নামে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। জানিয়েছেন বন্ধুদের সঙ্গে কী কী নিয়ে আলোচনা করতেন তার সাবেক প্রেমিক।

সামাজিকমাধ্যমে দেবচন্দ্রিমা জানান, সাবেক সায়ন্ত অভিযোগ করেছিলেন যে তিনি নাকি সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। আসলে অভিনেতাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন দেবচন্দ্রিমা।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি বলি এবার কোন কোন জায়গা থেকে হাত ধরে টেনে টেনে বাড়ি নিয়ে আসতাম, বলতাম চলো ভাই তুমি আমার বয়ফ্রেন্ড। বলব আমি অভিনেত্রীগুলোর নাম? আমি বলে দেব কিন্তু।’

‘এসব অভিনেত্রীদের এক্সপোজ হওয়া দরকার, যারা কেউ একটা সম্পর্কে আছে জানার পরেও কাঁধ দিতে চলে আসে। এদেরও তো লজ্জা শরম কিছু নেই। এটা কিন্তু ইন্ডাস্ট্রির সমস্যা নয়। আমার কাজের জায়গাকে কিন্তু দোষ দিচ্ছি না। এটা মানুষ আর মানুষের স্বভাব চরিত্রের দোষ।’

এরপর তিনি জানান প্রেমিকাদের শরীর নিয়েও নাকি সায়ন্ত বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন। এই বিষয়ে দেবচন্দ্রিমা বলেন, ‘আপনারা নাকি হোটেল থেকে আমার রেট কার্ড বের করেছেন। কোন হোটেল? আমার কাছে অডিও রেকর্ড আছে। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন নাকি আমি থানায় গিয়ে এটা বলব যে আপনি আমায় ভার্বালি অ্যাবিউজ করেছেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম