Logo
Logo
×

বলিউড

ধর্মেন্দ্রকে দেখে আসার ২৪ ঘণ্টার মধ্যেই গোবিন্দ আইসিইউতে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

ধর্মেন্দ্রকে দেখে আসার ২৪ ঘণ্টার মধ্যেই গোবিন্দ আইসিইউতে

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ৬১ বছর বয়সি এ অভিনেতাকে সঙ্গে সঙ্গে জুহুর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গোবিন্দ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

অভিনেতা কিছুটা দিশাহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার সবরকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তারা এখন রিপোর্টের পাশাপাশি নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।

এদিকে গোবিন্দের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। 

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখে আসার ২৪ ঘণ্টার মধ্যেই গোবিন্দের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি ঘটেছে। গত সোমবার রাতে ধর্মেন্দ্রকে দেখতে তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তখন তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবারের গভীর রাতে তার হঠাৎ অসুস্থতা ও জ্ঞান হারানোর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। সবাই প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম