যুগান্তর ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮ | অনলাইন সংস্করণ
বক্স অফিসে ঝড় তুলেছে আলিয়া ভাট ও রণবীর সিংয়ের প্রেম রসায়ন ‘গাল্লি বয়’।
পর্দার বাইরে আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের প্রেম নিয়ে যতই মেতে থাকুক সিনেপ্রেমীরা, রুপালি পর্দায় রণবীর সিং ও আলিয়ার জুটিকে ব্যাপক প্রশংসা করছেন তারা।
দর্শক ও চিত্রসমালোচকদের ছাড়াও এ ছবির প্রশংসায় মেতেছেন বলিউড তারকারা।
ছবিটি দেখে বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর বলেন, রণবীর সিং বলিউডের ‘টাইগার’।
প্রশংসা করেছেন ছবির পরিচালকেরও। পরিচালক জয়া আখতারকে ‘মাস্টারমাইন্ড’ বলে সম্বোধন করেছেন অনিল।
বলিতেই নয়, হলিউডেও ঝড় তুলেছে ‘গাল্লি বয়’।
হলিউড তারকা উইল স্মিথ রণবীর সিংয়ের প্রশংসা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন- ইয়ো, রণবীর! অভিনন্দন তোমাকে! ‘গাল্লি বয়’-এ যা করেছ, সব ভালো লেগেছে।
এত সব প্রশংসার প্রভাব পড়েছে দর্শক মনে।
মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দেখতে হলে ভিড় জমাচ্ছেন ভারতীয়রা।
এবারের বিশ্ব ভালোবাসা দিবসে ভারতের তিন হাজার ৩৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গাল্লি বয়’।
বলি সূত্রের খবর, প্রথম দিনে বক্স অফিসে ছবিটির আয় ১৯ কোটি ৪০ লাখ রুপি। মুখ ফিরিয়ে নেননি দর্শকরা।
তিন দিনে আয় গিয়ে দাঁড়ায় ৫০ কোটি রুপিতে।
গতকালের (রোববার) আয় ২১ কোটি রুপিসহ এখন ‘গাল্লি বয়’ এর মোট সংগ্রহ দাঁড়াল ৭৩ কোটি ১৫ লাখ রুপি।
রণবীর ও সাইফ আলি তনয়া সারা আলির ছবি ‘সিম্বা’ মুক্তির দিনে আয় করেছিল ২০ কোটি রুপি।
সে হিসাবে ৬০ লাখ রুপি কম আয় করে মুক্তির দিনে এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি ‘গাল্লি বয়’।
র্যাপার নাইজি ও ডিভাইনের জীবনের গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে ‘গাল্লি বয়’-এর গল্প লিখেছেন জয়া আখতার।
মুম্বাইয়ের কোনো বস্তির গলিতে বেড়ে ওঠা এক র্যাপার তরুণের পরবর্তী সময়ে বিশ্বে হিপহপ মিউজিকের অন্যতম মুখ হয়ে ওঠার গল্প দেখা যাবে এ ছবিতে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯