‘বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু...’

 অনলাইন ডেস্ক 
১২ জানুয়ারি ২০২০, ০৪:৩১ পিএম  |  অনলাইন সংস্করণ
রেশমি দেশাই
রেশমি দেশাই। ফাইল ছবি

ছোটবেলা বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন হিন্দি টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই। কিন্তু ভাগ্যক্রমে তার এক আত্মীয় দেখে ফেলায় বেঁচে যান তিনি।

সম্প্রতি বিগ বসের ঘরে নিজের জীবনের অজানা এই তথ্য মেলে ধরেন রেশমি।

তিনি বলেন, গরিব পরিবারে জন্মেছিলেন তিনি। পরিবারের সবাই চেয়েছিলেন যাতে পুত্রসন্তান হয়। তাই রেশমির জন্মের পর অখুশি হয়েছিলেন সবাই। তার মাকে শুনতে হয়েছিল নানা গঞ্জনা। তার বাবাও তাদের সঙ্গে থাকতেন না।

রেশমির ভাষ্য, নিজেকে ক্রমশ পরিবারের বোঝা মনে হতে থাকে তার। এমন একটা পরিস্থিতিতে আর যুদ্ধ করতে না পেরে ওই চরম পথ বেছে নিয়েছিলেন তিনি। ভাগ্যক্রমে রেশমির এক কাকিমা সে সময় সেখানে উপস্থিত হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সে যাত্রায় বেঁচে যান এই অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন