করোনা: ঈদেও বন্ধ থাকবে সিনেমা হল
দেশে প্রথমবারের মতো ঈদে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারী করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল আউয়াল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যিনি বর্তমানে নেতৃত্বশূন্য হল মালিকদের এই সংগঠনের প্রশাসকের দায়িত্বে রয়েছেন।
উপ-সচিব বলেন, এবার ঈদে কোনো সিনেমা হল খুলছে না। করোনার কারণে ‘লকডাউন’ শুরুর দিকে সিনেমা হল বন্ধের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেটি বহাল থাকছে।
উল্লেখ্য, অনিয়মের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন স্থগিত করে উপ-সচিব মোহাম্মদ আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা: ঈদেও বন্ধ থাকবে সিনেমা হল
দেশে প্রথমবারের মতো ঈদে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারী করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল আউয়াল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যিনি বর্তমানে নেতৃত্বশূন্য হল মালিকদের এই সংগঠনের প্রশাসকের দায়িত্বে রয়েছেন।
উপ-সচিব বলেন, এবার ঈদে কোনো সিনেমা হল খুলছে না। করোনার কারণে ‘লকডাউন’ শুরুর দিকে সিনেমা হল বন্ধের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেটি বহাল থাকছে।
উল্লেখ্য, অনিয়মের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন স্থগিত করে উপ-সচিব মোহাম্মদ আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়।