আমির খানের বাড়িতে করোনার হানা, আক্রান্ত ৭ জন
ভারতে করোনাভাইরাসের এমনই বিস্ফোরণ ঘটেছে যে, আক্রান্তের দিক দিয়ে রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে যেতে বেশি সময় নেবে না দেশটি।
ভারতে করোনার হানা থেকে বাঁচতে পারছে না বলিউড তারকারাও। এবার করোনার হানা দিল বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের বাড়িতে।
জানা গেছে, সুপারস্টার আমির খানের গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ ৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য দিয়েছেন আমির খান নিজেই।
তিনি লিখেছেন, ‘আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।’
নিজে এখনও করোনায় আক্রান্ত হননি জানিয়ে ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করেছেন আমির খান।
এ বিষয়ে আমির লিখেছেন ‘আমরা বাকি সবাই ভালো আছি। সাত সদস্য আক্রান্তের পর আমিসহ সবাই করোনা টেস্ট করিয়েছি। ফলাফল নেগেটিভ এসেছে।’
করোনার কারণে আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’এর শুটিং স্থগিত রয়েছে। ছবিটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক বলে শোনা যাচ্ছে।
তথ্যসূত্র: টুইটার, বলি বাবল
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমির খানের বাড়িতে করোনার হানা, আক্রান্ত ৭ জন
ভারতে করোনাভাইরাসের এমনই বিস্ফোরণ ঘটেছে যে, আক্রান্তের দিক দিয়ে রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে যেতে বেশি সময় নেবে না দেশটি।
ভারতে করোনার হানা থেকে বাঁচতে পারছে না বলিউড তারকারাও। এবার করোনার হানা দিল বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের বাড়িতে।
জানা গেছে, সুপারস্টার আমির খানের গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ ৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য দিয়েছেন আমির খান নিজেই।
তিনি লিখেছেন, ‘আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।’
নিজে এখনও করোনায় আক্রান্ত হননি জানিয়ে ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করেছেন আমির খান।
এ বিষয়ে আমির লিখেছেন ‘আমরা বাকি সবাই ভালো আছি। সাত সদস্য আক্রান্তের পর আমিসহ সবাই করোনা টেস্ট করিয়েছি। ফলাফল নেগেটিভ এসেছে।’
করোনার কারণে আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’এর শুটিং স্থগিত রয়েছে। ছবিটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক বলে শোনা যাচ্ছে।
তথ্যসূত্র: টুইটার, বলি বাবল