মডেলিংয়েও ব্যস্ত ইমন

 বিনোদন প্রতিবেদক 
০৩ নভেম্বর ২০২০, ০৬:০৭ পিএম  |  অনলাইন সংস্করণ

মডেল হিসেবেই মিডিয়ায় কাজ শুরু করেছিলেন ইমন। পরে অভিনয়ে নাম লেখান। নাটকের পাশাপাশি ছবিতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। 

করোনার কারণে কিছুদিন কাজ বন্ধ থাকলেও গত কয়েক মাস ধরেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন ইমন। একাধিক নতুন ছবির সঙ্গে মডেলিংয়ের কাজটিও চালিয়ে যাচ্ছেন তিনি। 

সম্প্রতি নাট্য নির্মাতা অঞ্জন আইচের পরিচালনায় একটি নতুন বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। এতে তার সহশিল্পী সুচনা আজাদ। 

এতে কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, অঞ্জন আইচ দাদার পরিচালনায় নাটক-ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা আছে আমার। এবার তার পরিচালনায় প্রথম বিজ্ঞাপনে কাজ করব। আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে। 

এদিকে সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ নামের একটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন এই চিত্রনায়ক। চলতি মাসেই এটির শুটিং শেষ হবে। ছবিটির শুটিং চলছে রাজবাড়ী জেলার বিভিন্ন লোকেশনে। 

অন্যদিকে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ব্লাড’ এবং সৈকত নাসিরের ‘আকবর’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন করোনাকাল শুরু হওয়ার কিছুদিন আগে। এ দুটি ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

এছাড়া সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিতেও অভিনয় করছেন ইমন। এ ছবির সামান্য কিছু কাজ বাকি রয়েছে। 

তবে অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন গত বছরের শেষপ্রান্তে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন