বঙ্গবন্ধুকে নিয়ে ফাহিম ফয়সালের নতুন গান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সাল।
আবুবকর শিকদারের কথায় গানটির সুর করেছেন জিয়া খান। ‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের নতুন এ গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য সম্প্রতি শুটিং সম্পন্ন করা হয়।
গানের কথাগুলো হচ্ছে- ‘৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চির ভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।’
এ গান প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরের এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রী, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধুর হত্যার বিষয়গুলো গানে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
এছাড়া আরও কয়েকটি নতুন গানে কণ্ঠ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। গানের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন ফাহিম ফয়সাল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফাহিম ফয়সালের নতুন গান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সাল।
আবুবকর শিকদারের কথায় গানটির সুর করেছেন জিয়া খান। ‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের নতুন এ গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য সম্প্রতি শুটিং সম্পন্ন করা হয়।
গানের কথাগুলো হচ্ছে- ‘৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চির ভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।’
এ গান প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরের এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রী, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধুর হত্যার বিষয়গুলো গানে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
এছাড়া আরও কয়েকটি নতুন গানে কণ্ঠ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। গানের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন ফাহিম ফয়সাল।