বাসায় ফিরলেন জুয়েল আইচ
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন জাদুশিল্পী জুয়েল আইচ।
শনিবার সকালে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিপাশা আইচ।
তিনি বলেন, জুয়েলের করোনা নেগেটিভ রিপোর্ট আগেই এসেছে। এরপরও চিকিৎসকেরা তাকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখেন। আজ চিকিৎসকেরা বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন।
বিপাশা আইচ বলেন, জুয়েল আইচ শরীর যদিও কিছুটা দুর্বল, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ। স্বাভাবিক খাওয়াদাওয়া করছে।
৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাসায় ফিরলেন জুয়েল আইচ
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন জাদুশিল্পী জুয়েল আইচ।
শনিবার সকালে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিপাশা আইচ।
তিনি বলেন, জুয়েলের করোনা নেগেটিভ রিপোর্ট আগেই এসেছে। এরপরও চিকিৎসকেরা তাকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখেন। আজ চিকিৎসকেরা বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন।
বিপাশা আইচ বলেন, জুয়েল আইচ শরীর যদিও কিছুটা দুর্বল, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ। স্বাভাবিক খাওয়াদাওয়া করছে।
৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।