‘রংবাজি দ্য লাফাঙ্গা’ মুক্তির অপেক্ষায়
করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল সিনেমা হল। গত ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হয়েছে হলগুলো। কিন্তু আশানুরূপ ছবি মুক্তি পায়নি হল মালিকদের অনাগ্রহের কারণে।
এ অবস্থাতেই আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কমল সরকার পরিচালিত নতুন ছবি ‘রংবাজি দ্য লাফাঙ্গা’।
ছবিটি দেখা যাবে নারায়ণগঞ্জের মেট্রো সিনেমা, ভৈরবের মধুমতি, সিরাজগঞ্জের রজনীগন্ধা, মমতা, মুন্সীগঞ্জের পান্না, ডেমরার রানীমহল, রংপুরের শ্যামলী, পটুয়াখালীর তিতাস হলে।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক কমল সরকার বলেন, ‘আর কতদিন অপেক্ষা করব করোনার কারণে। তাই প্রযোজকের ইচ্ছা অনুয়ায়ী ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। প্রথম সপ্তাহে হল সংখ্যা কম হলেও পরবর্তী সপ্তাহে হল বৃদ্ধি পাবে বলে মনে করছি।’
প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। এতে অভিনয় করেছেন বিন্দিয়া, ইউসুফ রনি, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘রংবাজি দ্য লাফাঙ্গা’ মুক্তির অপেক্ষায়
করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল সিনেমা হল। গত ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হয়েছে হলগুলো। কিন্তু আশানুরূপ ছবি মুক্তি পায়নি হল মালিকদের অনাগ্রহের কারণে।
এ অবস্থাতেই আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কমল সরকার পরিচালিত নতুন ছবি ‘রংবাজি দ্য লাফাঙ্গা’।
ছবিটি দেখা যাবে নারায়ণগঞ্জের মেট্রো সিনেমা, ভৈরবের মধুমতি, সিরাজগঞ্জের রজনীগন্ধা, মমতা, মুন্সীগঞ্জের পান্না, ডেমরার রানীমহল, রংপুরের শ্যামলী, পটুয়াখালীর তিতাস হলে।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক কমল সরকার বলেন, ‘আর কতদিন অপেক্ষা করব করোনার কারণে। তাই প্রযোজকের ইচ্ছা অনুয়ায়ী ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। প্রথম সপ্তাহে হল সংখ্যা কম হলেও পরবর্তী সপ্তাহে হল বৃদ্ধি পাবে বলে মনে করছি।’
প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। এতে অভিনয় করেছেন বিন্দিয়া, ইউসুফ রনি, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ।