তবে কি ঘৃণা শেষ করে একটু ভালোবাসা যায় না: নোবেল
বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১১:৩৪:২৬ | অনলাইন সংস্করণ
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল শ্রোতামহলে যেমন জনপ্রিয়, তেমনি সমালোচিতও।
কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নোবেল।
শনিবার আরও একটি পোস্ট করে সেই ভক্তদের কাছেই আরেকটি সুযোগ চাইলেন তিনি।
ফেসবুক পোস্টে নোবেল লিখেছেন– ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিনশেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাইবোন, মা-বাবা, বাদ দাও না এবার। তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো!! ভুলের ঊর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুণ নয়? আমি জানি আমার মতো দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো– আমার কাছে বাংলা গানকে দেওয়ার মতো কিছু হলেও আছে।’
ভক্তদের কাছে ভালোবাসা চেয়ে নোবেল আরও লিখেছেন- ‘তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালোবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাই না আমি, একটু ভালোবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তবে কি ঘৃণা শেষ করে একটু ভালোবাসা যায় না: নোবেল
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল শ্রোতামহলে যেমন জনপ্রিয়, তেমনি সমালোচিতও।
কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নোবেল।
শনিবার আরও একটি পোস্ট করে সেই ভক্তদের কাছেই আরেকটি সুযোগ চাইলেন তিনি।
ফেসবুক পোস্টে নোবেল লিখেছেন– ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিনশেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাইবোন, মা-বাবা, বাদ দাও না এবার। তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো!! ভুলের ঊর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুণ নয়? আমি জানি আমার মতো দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো– আমার কাছে বাংলা গানকে দেওয়ার মতো কিছু হলেও আছে।’
ভক্তদের কাছে ভালোবাসা চেয়ে নোবেল আরও লিখেছেন- ‘তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালোবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাই না আমি, একটু ভালোবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’