চমক নিয়ে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘মধুপুর’
বিনোদন প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২১, ২০:৪০:৪৩ | অনলাইন সংস্করণ
গল্প ও উপস্থাপন ভঙ্গিতে চমক নিয়ে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে এসএম শাহীনের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মধুপুর’।
১৯ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, অরুণা বিশ্বাস, ফারুক আহমেদ, নাদিয়া, মীর সাব্বির, এসএম মহসিন, নাজিরা মৌ, তানভির মাসুদ, তারিক স্বপন, আইরিন আজাদ, শেলী আহসান, জামিল, নাদিয়া মিম প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে- মধুপুর চিরচেনা বাংলার এক গ্রাম। তবে এক অভিশাপের কারণে অন্য গ্রাম থেকে মধুপুর একটু আলাদা। গত বিশ বছর ধরে মধুপুরের কোনো ছেলের সঙ্গে মধুপুরের কোনো মেয়ের বিয়ে হয় না; যা এক গুণিনের গণনার ফলে আরও ত্রিশ বছর বলবত থাকবে।
কাজেই মধুপুরে বেশ কিছু যুবক-যুবতী অবিবাহিত রয়ে গেছে। আশপাশের গ্রামেও এদের বিয়ে দেয়া যাচ্ছে না। সবাই জানেন মধুপুর একটি অভিশপ্ত গ্রাম, এ গ্রামে ছেলে বা মেয়ের বিয়ে দিলে বিপদ হবে।
গ্রামে আছেন একজন পেশাদার ঘটক। যাকে সবাই মনির ঘটক নামেই চেনেন। এ চরিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি হাজার চেষ্টা করেও গত বিশ বছরে গ্রামের কারও বিয়ে দিতে পারেননি। যার কিনা নিজেরই দুইজন মাতৃহারা বিবাহযোগ্যা কন্যা আছে।
ওদের নাম নূরজাহান ও দিলজান। কন্যাদায়গ্রস্ত পিতা হয়ে তিনি পরের ছেলে-মেয়ের বিয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন; ফলে দূরের এক গ্রাম থেকে তিনি ‘জলপরী’ নামক এক কন্যার ছবি এনেছেন। যাকে বিয়ে করার জন্য গ্রামে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়।
এভাবেই নাটকে আবির্ভাব ঘটে বিভিন্ন চরিত্রের। গ্রামে শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত আর উত্তেজনা। এভাবেই আরও কিছু ঘটনায় এগিয়ে যায় নাটকটির কাহিনী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চমক নিয়ে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘মধুপুর’
গল্প ও উপস্থাপন ভঙ্গিতে চমক নিয়ে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে এসএম শাহীনের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মধুপুর’।
১৯ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, অরুণা বিশ্বাস, ফারুক আহমেদ, নাদিয়া, মীর সাব্বির, এসএম মহসিন, নাজিরা মৌ, তানভির মাসুদ, তারিক স্বপন, আইরিন আজাদ, শেলী আহসান, জামিল, নাদিয়া মিম প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে- মধুপুর চিরচেনা বাংলার এক গ্রাম। তবে এক অভিশাপের কারণে অন্য গ্রাম থেকে মধুপুর একটু আলাদা। গত বিশ বছর ধরে মধুপুরের কোনো ছেলের সঙ্গে মধুপুরের কোনো মেয়ের বিয়ে হয় না; যা এক গুণিনের গণনার ফলে আরও ত্রিশ বছর বলবত থাকবে।
কাজেই মধুপুরে বেশ কিছু যুবক-যুবতী অবিবাহিত রয়ে গেছে। আশপাশের গ্রামেও এদের বিয়ে দেয়া যাচ্ছে না। সবাই জানেন মধুপুর একটি অভিশপ্ত গ্রাম, এ গ্রামে ছেলে বা মেয়ের বিয়ে দিলে বিপদ হবে।
গ্রামে আছেন একজন পেশাদার ঘটক। যাকে সবাই মনির ঘটক নামেই চেনেন। এ চরিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি হাজার চেষ্টা করেও গত বিশ বছরে গ্রামের কারও বিয়ে দিতে পারেননি। যার কিনা নিজেরই দুইজন মাতৃহারা বিবাহযোগ্যা কন্যা আছে।
ওদের নাম নূরজাহান ও দিলজান। কন্যাদায়গ্রস্ত পিতা হয়ে তিনি পরের ছেলে-মেয়ের বিয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন; ফলে দূরের এক গ্রাম থেকে তিনি ‘জলপরী’ নামক এক কন্যার ছবি এনেছেন। যাকে বিয়ে করার জন্য গ্রামে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়।
এভাবেই নাটকে আবির্ভাব ঘটে বিভিন্ন চরিত্রের। গ্রামে শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত আর উত্তেজনা। এভাবেই আরও কিছু ঘটনায় এগিয়ে যায় নাটকটির কাহিনী।