৬ বছর পর টিডব্লিউ সৈনিকের মৌলিক গান
দীর্ঘ ছয় বছর পর ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন ‘তুমি আমার ঘুম’- গানখ্যাত শিল্পী টিডব্লিউ সৈনিক।
‘ভালোবাসাই হারাই’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকার রেজাউর রহমান রিজভী। আর স্টুডিও জয়ার ব্যানারে গানটির সুর-সংগীত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা।
প্রসঙ্গত ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টিডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশ হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশ হয় ২০১৫ সালে।
অ্যালবাম যুগের অবসানের পর বর্তমানে প্রায় সব শিল্পীই তাদের গানের সিঙ্গেলস প্রকাশ করেন। সেই হিসেবে এটি টিডব্লিউ সৈনিকের প্রথম সিঙ্গেলসও বটে।
‘ভালোবাসাই হারাই’ গানটি প্রসঙ্গে টিডব্লিউ সৈনিক বলেন, দীর্ঘ দিন পর কোনো মৌলিক গান গাইলাম। দারুণ রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান এটি। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।
সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, টিডব্লিউ সৈনিক ভাই আমার অন্যতম প্রিয় একজন গায়ক। তিনি আমার সুরে গেয়েছেন সেটি আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করছি শ্রোতারা দীর্ঘদিন পর সৈনিক ভাইয়ের দারুণ একটি গান শুনতে পাবেন।
গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, টিডব্লিউ সৈনিক ভাইয়ের গায়কীর মাঝে অত্যন্ত সাবলীল ও ন্যাচারাল একটি বিষয় রয়েছে। এই গুণটিই তাকে অনন্য করে তুলেছে। আর রাজন সাহা দাদার সঙ্গে আমার অনেক জনপ্রিয় গানের কাজ হয়েছে। আমাদের তিনজনের কম্বিনেশনের ফলেই ‘ভালোবাসাই হারাই’ গানটি দুর্দান্ত হয়েছে বলে আমি বিশ্বাাস করি।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে টিডব্লিউ সৈনিকের গাওয়া গানটি ভিডিওসহ স্টুডিও জয়ার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্লাটফরমে প্রকাশ হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৬ বছর পর টিডব্লিউ সৈনিকের মৌলিক গান
দীর্ঘ ছয় বছর পর ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন ‘তুমি আমার ঘুম’- গানখ্যাত শিল্পী টিডব্লিউ সৈনিক।
‘ভালোবাসাই হারাই’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকার রেজাউর রহমান রিজভী। আর স্টুডিও জয়ার ব্যানারে গানটির সুর-সংগীত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা।
প্রসঙ্গত ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টিডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশ হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশ হয় ২০১৫ সালে।
অ্যালবাম যুগের অবসানের পর বর্তমানে প্রায় সব শিল্পীই তাদের গানের সিঙ্গেলস প্রকাশ করেন। সেই হিসেবে এটি টিডব্লিউ সৈনিকের প্রথম সিঙ্গেলসও বটে।
‘ভালোবাসাই হারাই’ গানটি প্রসঙ্গে টিডব্লিউ সৈনিক বলেন, দীর্ঘ দিন পর কোনো মৌলিক গান গাইলাম। দারুণ রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান এটি। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।
সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, টিডব্লিউ সৈনিক ভাই আমার অন্যতম প্রিয় একজন গায়ক। তিনি আমার সুরে গেয়েছেন সেটি আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করছি শ্রোতারা দীর্ঘদিন পর সৈনিক ভাইয়ের দারুণ একটি গান শুনতে পাবেন।
গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, টিডব্লিউ সৈনিক ভাইয়ের গায়কীর মাঝে অত্যন্ত সাবলীল ও ন্যাচারাল একটি বিষয় রয়েছে। এই গুণটিই তাকে অনন্য করে তুলেছে। আর রাজন সাহা দাদার সঙ্গে আমার অনেক জনপ্রিয় গানের কাজ হয়েছে। আমাদের তিনজনের কম্বিনেশনের ফলেই ‘ভালোবাসাই হারাই’ গানটি দুর্দান্ত হয়েছে বলে আমি বিশ্বাাস করি।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে টিডব্লিউ সৈনিকের গাওয়া গানটি ভিডিওসহ স্টুডিও জয়ার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্লাটফরমে প্রকাশ হবে।