অভিনেতা জয়ের বাবা না ফেরার দেশে
অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিমউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না ... রাজিউন)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন জয় নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে সকালে একটি পোস্টও করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন– ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
জয় জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।
নাজিমউদ্দিন আহমেদ বেশ কিছু দিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন।
বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে তার জানাজা হবে। এর পর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভিনেতা জয়ের বাবা না ফেরার দেশে
অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিমউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না ... রাজিউন)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন জয় নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে সকালে একটি পোস্টও করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন– ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
জয় জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।
নাজিমউদ্দিন আহমেদ বেশ কিছু দিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন।
বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে তার জানাজা হবে। এর পর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।