কে হচ্ছে মাশরাফি জুনিয়র?
গত বছরের শেষ প্রান্তে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘মাশরাফি জুনিয়র’ নামে একটি ধারাবাহিক নাটক। দীর্ঘ নাটকটি এরই মধ্যে ৫০তম পর্ব পেরিয়েছে। এখনও মাশরাফি জুনিয়রের দেখা মেলেনি।
তবে প্রতীক্ষার অবসান হচ্ছে ২৮ জানুয়ারি। এদিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটির ৫৪তম পর্ব প্রচার হবে দীপ্ত টিভিতে। এ পর্বেই দর্শক জেনে যাবেন মাশরাফি জুনিয়র হতে যাচ্ছেন কে?
গ্রামের সাধারণ ভাইবোন মণি, মণ্ডার ক্রিকেট প্রেম আর জীবনের টানাপড়েন এবার ছাপিয়েছে শহর পর্যন্ত। হারানো ভাইকে খুঁজতে শহরে এসে মণি পেয়েছে বন্ধু আয়ানকে, ফিরে পেয়েছে ক্রিকেট।
এবার ক্রিকেট আর জীবনের এই লড়াই ডিঙিয়ে কে হবে আসল ‘মাশরাফি জুনিয়র’? মণি? আয়ান? নাকি ফিরে আসবে ক্রিকেট পাগল মণ্ডা।
দর্শকের এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে এ পর্বে।
সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফুর রহমান জর্জ, সাফানা নমনি, আনিন্দ, হামিম প্রমুখ।
টিভিতে প্রচারের পাশাপাশি এর প্রতিটি পর্ব প্রচারের পরের দিন সকালে দেখা যাচ্ছে দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কে হচ্ছে মাশরাফি জুনিয়র?
বিনোদন প্রতিবেদক
গত বছরের শেষ প্রান্তে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘মাশরাফি জুনিয়র’ নামে একটি ধারাবাহিক নাটক। দীর্ঘ নাটকটি এরই মধ্যে ৫০তম পর্ব পেরিয়েছে। এখনও মাশরাফি জুনিয়রের দেখা মেলেনি।
তবে প্রতীক্ষার অবসান হচ্ছে ২৮ জানুয়ারি। এদিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটির ৫৪তম পর্ব প্রচার হবে দীপ্ত টিভিতে। এ পর্বেই দর্শক জেনে যাবেন মাশরাফি জুনিয়র হতে যাচ্ছেন কে?
গ্রামের সাধারণ ভাইবোন মণি, মণ্ডার ক্রিকেট প্রেম আর জীবনের টানাপড়েন এবার ছাপিয়েছে শহর পর্যন্ত। হারানো ভাইকে খুঁজতে শহরে এসে মণি পেয়েছে বন্ধু আয়ানকে, ফিরে পেয়েছে ক্রিকেট।
এবার ক্রিকেট আর জীবনের এই লড়াই ডিঙিয়ে কে হবে আসল ‘মাশরাফি জুনিয়র’? মণি? আয়ান? নাকি ফিরে আসবে ক্রিকেট পাগল মণ্ডা।
দর্শকের এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে এ পর্বে।
সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফুর রহমান জর্জ, সাফানা নমনি, আনিন্দ, হামিম প্রমুখ।
টিভিতে প্রচারের পাশাপাশি এর প্রতিটি পর্ব প্রচারের পরের দিন সকালে দেখা যাচ্ছে দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।