এটিএম শামসুজ্জামানের যে নাটক ১ কোটিরও বেশি মানুষ দেখেছে
বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৫:০৩ | অনলাইন সংস্করণ
সদ্য প্রয়াতবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের একটি নাটক ইউটিউবে ১ কোটি বারের চেয়েও বেশি দেখেছে দর্শকরা।
সেরা কিপ্টুস নামের ওই নাটকটি এটিএম শামসুজ্জামানেরই লেখা। স্বপ্নের কারিগর নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওইনাটকটি পরিচালনা করেছেন মোশারফ হোসেন লিটন।নাটকটিতে অভিনয় করেছেন মীম, আহসান হাবিব নাসিম, মিয়া মোহাম্মদ নাঈম, উপমা রাহা জ্যোতি, দিয়া, সাথী, আকাশ, অদিত। নাটকটিতে আবহ সঙ্গীত পরিচালনা করেছেন বিপ্লব বড়ুয়া।
নাটকটি ইউটিউবে প্রচুর দর্শক দেখলেও আপলোড হওয়া নাটকটিতে দর্শকরা শেষ দিকে অস্পষ্টতা রয়েছে। নাটকের শেষ দৃশ্যটা অসম্পূর্ণ মনে হয়েছে। যার কারণে অনেক দর্শক মনে করেছেন এটি হয়তো দ্বিতীয় পার্ট হিসেবে পরবর্তীতে সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি অভিনেতা এ টি এম শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এটিএম শামসুজ্জামানের যে নাটক ১ কোটিরও বেশি মানুষ দেখেছে
সদ্য প্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের একটি নাটক ইউটিউবে ১ কোটি বারের চেয়েও বেশি দেখেছে দর্শকরা।
সেরা কিপ্টুস নামের ওই নাটকটি এটিএম শামসুজ্জামানেরই লেখা। স্বপ্নের কারিগর নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই নাটকটি পরিচালনা করেছেন মোশারফ হোসেন লিটন। নাটকটিতে অভিনয় করেছেন মীম, আহসান হাবিব নাসিম, মিয়া মোহাম্মদ নাঈম, উপমা রাহা জ্যোতি, দিয়া, সাথী, আকাশ, অদিত। নাটকটিতে আবহ সঙ্গীত পরিচালনা করেছেন বিপ্লব বড়ুয়া।
নাটকটি ইউটিউবে প্রচুর দর্শক দেখলেও আপলোড হওয়া নাটকটিতে দর্শকরা শেষ দিকে অস্পষ্টতা রয়েছে। নাটকের শেষ দৃশ্যটা অসম্পূর্ণ মনে হয়েছে। যার কারণে অনেক দর্শক মনে করেছেন এটি হয়তো দ্বিতীয় পার্ট হিসেবে পরবর্তীতে সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি অভিনেতা এ টি এম শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।