কুকুর ফেরত পেতে ৪ কোটি টাকা পুরস্কার ঘোষণা লেডি গাগার
স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪২:০৮ | অনলাইন সংস্করণ
অপহৃত কুকুর ফেরত পেতে চার কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন মার্কিন গায়িকা লেডি গাগা। যিনি কুকুর ফেরত দিয়ে যাবেন তাকে এ বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না।
লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলগডকে সম্প্রতি অপহরণ করা হয়েছে। কুকুর দুটি দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিকে প্রথমে গুলি করে অপহরণকারী। এর পর কুকুর দুটিকে নিয়ে পালিয়ে যায়। হলিউডে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি জানায়, এমন ঘটনার সময় শুটিংয়ে ইতালির রোমে রয়েছেন লেডি গাগা। ঘটনাটি তার কানে পৌঁছার পর পরই হতাশ হয়েছেন গাগা। সেখান থেকেই তিনি ঘোষণা দিয়েছেন– কুকুর দুটি যিনি ফিরিয়ে দেবেন তাকে চার লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি ২৪ লাখ টাকা) পুরস্কার দেবেন। ফেরতদানকারীকে কোনো প্রশ্ন করা হবে না।
লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ রয়েছে। ভোরে তিনটিকে নিয়েই বেরিয়েছিলেন ডগ ওয়াকার। সেই সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়। ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তার পর দুটি কুকুর নিয়ে পালায় অপহরণকারী। কিন্তু তৃতীয় কুকুরটি ভয়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়। পুলিশ তাকে উদ্ধার করেছে। অপহৃত দুই কুকুরের নাম কোজি ও গুস্তাভ।
ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। আমেরিকানদের কাছে এ জাতের কুকুর অত্যন্ত প্রিয়। আর সেখানে প্রায়ই ফ্রেঞ্চ বুলগড চুরির ঘটনা ঘটে।
লেডি গাগাও তার তিন ফ্রেঞ্চ বুলডগকে খুব আদর-যত্ন করেন। প্রতিটি কুকুরের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন গাগা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুকুর ফেরত পেতে ৪ কোটি টাকা পুরস্কার ঘোষণা লেডি গাগার
অপহৃত কুকুর ফেরত পেতে চার কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন মার্কিন গায়িকা লেডি গাগা। যিনি কুকুর ফেরত দিয়ে যাবেন তাকে এ বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না।
লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলগডকে সম্প্রতি অপহরণ করা হয়েছে। কুকুর দুটি দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিকে প্রথমে গুলি করে অপহরণকারী। এর পর কুকুর দুটিকে নিয়ে পালিয়ে যায়। হলিউডে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি জানায়, এমন ঘটনার সময় শুটিংয়ে ইতালির রোমে রয়েছেন লেডি গাগা। ঘটনাটি তার কানে পৌঁছার পর পরই হতাশ হয়েছেন গাগা। সেখান থেকেই তিনি ঘোষণা দিয়েছেন– কুকুর দুটি যিনি ফিরিয়ে দেবেন তাকে চার লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি ২৪ লাখ টাকা) পুরস্কার দেবেন। ফেরতদানকারীকে কোনো প্রশ্ন করা হবে না।
লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ রয়েছে। ভোরে তিনটিকে নিয়েই বেরিয়েছিলেন ডগ ওয়াকার। সেই সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়। ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তার পর দুটি কুকুর নিয়ে পালায় অপহরণকারী। কিন্তু তৃতীয় কুকুরটি ভয়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়। পুলিশ তাকে উদ্ধার করেছে। অপহৃত দুই কুকুরের নাম কোজি ও গুস্তাভ।
ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। আমেরিকানদের কাছে এ জাতের কুকুর অত্যন্ত প্রিয়। আর সেখানে প্রায়ই ফ্রেঞ্চ বুলগড চুরির ঘটনা ঘটে।
লেডি গাগাও তার তিন ফ্রেঞ্চ বুলডগকে খুব আদর-যত্ন করেন। প্রতিটি কুকুরের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন গাগা।