বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই: ঋতুপর্ণা
অনলাইন ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৪:০৮:০৯ | অনলাইন সংস্করণ
ভারতের শাসক দল বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
টালিউডের এ চিত্রনায়িকার বিজেপিতে যাওয়া নিয়ে কয়েক দিন ধরেই কম জল্পনা হচ্ছিল। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশেও তিনি উপস্থিত থাকবেন বলে খবর ছড়িয়েছে।
কিন্তু সেই খবর সত্য নয় বলে জানিয়েছেন ঋতুপর্ণা। কারণ আপাতত তিনি কলকাতাতেই নেই। মুম্বাইতে ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।
এ অভিনেত্রী বলেন, ‘আমি মুম্বাইতে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। বুঝতেই পারছেন ব্রিগেডে নেই আমি।’
শুধু তাই নয়, ঋতুপর্ণা পরিষ্কার জানিয়েছেন—বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। প্রকাশ্য রাজনীতি থেকে প্রসেনজিতের মতো তিনি দূরেই থাকতে চান।
কয়েক দিন আগে এনএফডিসি আয়োজিত কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এর পর থেকেই অভিনেত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা আরও ডানা মেলতে থাকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই: ঋতুপর্ণা
ভারতের শাসক দল বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
টালিউডের এ চিত্রনায়িকার বিজেপিতে যাওয়া নিয়ে কয়েক দিন ধরেই কম জল্পনা হচ্ছিল। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশেও তিনি উপস্থিত থাকবেন বলে খবর ছড়িয়েছে।
কিন্তু সেই খবর সত্য নয় বলে জানিয়েছেন ঋতুপর্ণা। কারণ আপাতত তিনি কলকাতাতেই নেই। মুম্বাইতে ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।
এ অভিনেত্রী বলেন, ‘আমি মুম্বাইতে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। বুঝতেই পারছেন ব্রিগেডে নেই আমি।’
শুধু তাই নয়, ঋতুপর্ণা পরিষ্কার জানিয়েছেন—বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। প্রকাশ্য রাজনীতি থেকে প্রসেনজিতের মতো তিনি দূরেই থাকতে চান।
কয়েক দিন আগে এনএফডিসি আয়োজিত কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এর পর থেকেই অভিনেত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা আরও ডানা মেলতে থাকে।