ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস
চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস ভক্তদের জন্য সুখবর দিলেন। প্রতি মাসে দুবার ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন বলে জানিয়েছেন।
রোববার ফেসবুক লাইভে এসে অপু বলেন, প্রথমবারের মতো আমার পেজ থেকে লাইভে আসলাম। আমি চাই, আমি দর্শকদের সঙ্গে সবসময় সঙ্গে থাকি। মাঝে মাঝেই দর্শকদের সঙ্গে লাইভে আসব। অন্তত প্রতি মাসে দুবার করে আমার পেজ থেকে লাইভে আসব।
‘আমার পরিবার মূলত দর্শক আর আমার ছেলেকে নিয়ে। ফলে দর্শকদের নিয়ে সবসময় আমার ভাবনা কাজ করে।’
প্রায় তিন বছরের দীর্ঘ বিরতির পর আবার দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে বাংলাদেশি কোনো চলচ্চিত্র দিয়ে নয়, অপু ফিরছেন কলকাতার চলচ্চিত্র দিয়ে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত কলকাতার প্রথম সিনেমা 'শর্টকাট'।
কলকাতার পাশাপাশি ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস
চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস ভক্তদের জন্য সুখবর দিলেন। প্রতি মাসে দুবার ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন বলে জানিয়েছেন।
রোববার ফেসবুক লাইভে এসে অপু বলেন, প্রথমবারের মতো আমার পেজ থেকে লাইভে আসলাম। আমি চাই, আমি দর্শকদের সঙ্গে সবসময় সঙ্গে থাকি। মাঝে মাঝেই দর্শকদের সঙ্গে লাইভে আসব। অন্তত প্রতি মাসে দুবার করে আমার পেজ থেকে লাইভে আসব।
‘আমার পরিবার মূলত দর্শক আর আমার ছেলেকে নিয়ে। ফলে দর্শকদের নিয়ে সবসময় আমার ভাবনা কাজ করে।’
প্রায় তিন বছরের দীর্ঘ বিরতির পর আবার দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে বাংলাদেশি কোনো চলচ্চিত্র দিয়ে নয়, অপু ফিরছেন কলকাতার চলচ্চিত্র দিয়ে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত কলকাতার প্রথম সিনেমা 'শর্টকাট'।
কলকাতার পাশাপাশি ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানা গেছে।