সোশ্যাল মিডিয়ায় টিকতে পারছেন না কঙ্গনা!
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর ইনস্টাগ্রামে ভরসা রেখেছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। এবার সেখানেও টিকতে পারছেন না!
শনিবার সকালে কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। রোববার সেই পোস্ট তুলে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনার দাবি, এ সবের পেছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’।
আনন্দবাজার জানিয়েছে, শনিবার সকালে কঙ্গনা ইনস্টাগ্রামে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’।
তিনি এ কথাও জানিয়েছিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’।
এরপর রোববার দুপুরে কঙ্গনা নতুন পোস্ট দিয়ে জানান, তার সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এ বার জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’।
তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার সন্দেহ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সোশ্যাল মিডিয়ায় টিকতে পারছেন না কঙ্গনা!
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর ইনস্টাগ্রামে ভরসা রেখেছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। এবার সেখানেও টিকতে পারছেন না!
শনিবার সকালে কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। রোববার সেই পোস্ট তুলে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনার দাবি, এ সবের পেছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’।
আনন্দবাজার জানিয়েছে, শনিবার সকালে কঙ্গনা ইনস্টাগ্রামে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’।
তিনি এ কথাও জানিয়েছিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’।
এরপর রোববার দুপুরে কঙ্গনা নতুন পোস্ট দিয়ে জানান, তার সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এ বার জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’।
তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার সন্দেহ।