Logo
Logo
×

বিনোদন

ভারতে প্রশংসিত ফারজানা ছবির শর্টফিল্ম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১১:৩৮ পিএম

ভারতে প্রশংসিত ফারজানা ছবির শর্টফিল্ম

নাট্যাভিনেত্রী হিসেবেই জনপ্রিয় ফারজানা ছবি। তবে মাঝে মধ্যে সিনেমাতেও অভিনয় করেন। করোনাকালেও অভিনয়ে ব্যস্ত আছেন তিনি।

এই অভিনেত্রী ২০২০ সালে অসীম গোমেজের পরিচালনায় ‘এক চিলতে রোদ্দুর’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেছিলেন। এটি সম্প্রতি ভারতের বিহারে অনুষ্ঠিত ‘নাওয়াদা চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হয়েছে এবং শর্টফিল্ম ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে।

এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘যে কোনো পুরস্কার কিংবা স্বীকৃতিই আনন্দ দেয়। এই শর্টফিল্মটির কাজ করেছিলাম গত বছর করোনার লকডাউনের মধ্যেই।

ব্যতিক্রমী কায়দায় এটির শুটিং হয়েছিল। সবার আন্তরিকতায় এটির কাজ সম্পন্ন হয়। দেশের গণ্ডি পেরিয়ে এটি বিদেশে প্রশংসিত হয়েছে, যা আমার জন্য বেশ সম্মানের বিষয়।’

এদিকে নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুজিববর্ষের একটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘ছয় দরজা’। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকটি ৭ আগস্ট বিটিভিতে প্রচার হবে।

একক নাটক ছাড়াও ধারাবাহিক নিয়েও ব্যস্ত আছেন এই অভিনেত্রী। এসএম সালাউদ্দিনের পরিচালনায় ‘কাজল রেখা’ এবং কায়সার আহমেদের ‘বকুলপুর’ নামের ধারাবাহিক নাটক দুটিতে অভিনয় করছেন তিনি।

ভারতে প্রশংসিত .ফারজানা .

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম