মাদককাণ্ডে বলিউড অভিনেত্রী অনন্যাকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ
বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১৩:১৬:৩১ | অনলাইন সংস্করণ
মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারের পর বেশ কয়েকজন সেলিব্রেটির নাম উঠে আসছে। অন্যান্যদের মতো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজর এখন বলিউড অভিনেত্রী অনন্য পান্ডের দিকে। আজ এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাকে তৃতীয়বারের মতো তলব করেছে এনসিবি।
এর আগে শনিবার দীর্ঘ চার ঘণ্টা জেরার সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন অনন্যা পাণ্ডে। তার দাবি ছিল, গাঁজা যে এক ধরনের মাদক সেটি তিনি জানতেনই না। কোনো দিনই মাদক সেবন করেননি। তবে তার উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি। এ কারণেই আজ তাকে ফের তলব করেছে এনসিবি। এ কারণে নায়িকার সব শুটিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এনসিবি।
এনসিবির বরাত দিয়ে বলিউড হাঙ্গামার খবর, আরিয়ান খানকে কে নিয়মিত মাদক সরবরাহ করতেন, তার হদিস জানেন চাঙ্কি পাণ্ডের মেয়ে। বৃহস্পতিবার প্রথম দফা জিজ্ঞাসাবাদের সময় অনন্য জানান, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখপুত্রকে মাদক সরবরাহ করতেন।
তার দাবি— ইতোমধ্যে সেই ব্যক্তি দু-একবার আরিয়ানকে মাদক সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।
২২ বছর বয়সি অনন্যা আরিয়ান খানের বোন সুহানার বান্ধবী। দুবছর আগে হোয়াটসঅ্যাপে আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে প্রথমে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সেই জিজ্ঞাসাবাদে অনন্যার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও তলব করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি। তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনন্যার বাড়িতেও তল্লাশি চালিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদককাণ্ডে বলিউড অভিনেত্রী অনন্যাকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ
মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারের পর বেশ কয়েকজন সেলিব্রেটির নাম উঠে আসছে। অন্যান্যদের মতো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজর এখন বলিউড অভিনেত্রী অনন্য পান্ডের দিকে। আজ এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাকে তৃতীয়বারের মতো তলব করেছে এনসিবি।
এর আগে শনিবার দীর্ঘ চার ঘণ্টা জেরার সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন অনন্যা পাণ্ডে। তার দাবি ছিল, গাঁজা যে এক ধরনের মাদক সেটি তিনি জানতেনই না। কোনো দিনই মাদক সেবন করেননি। তবে তার উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি। এ কারণেই আজ তাকে ফের তলব করেছে এনসিবি। এ কারণে নায়িকার সব শুটিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এনসিবি।
এনসিবির বরাত দিয়ে বলিউড হাঙ্গামার খবর, আরিয়ান খানকে কে নিয়মিত মাদক সরবরাহ করতেন, তার হদিস জানেন চাঙ্কি পাণ্ডের মেয়ে। বৃহস্পতিবার প্রথম দফা জিজ্ঞাসাবাদের সময় অনন্য জানান, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখপুত্রকে মাদক সরবরাহ করতেন।
তার দাবি— ইতোমধ্যে সেই ব্যক্তি দু-একবার আরিয়ানকে মাদক সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।
২২ বছর বয়সি অনন্যা আরিয়ান খানের বোন সুহানার বান্ধবী। দুবছর আগে হোয়াটসঅ্যাপে আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে প্রথমে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সেই জিজ্ঞাসাবাদে অনন্যার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও তলব করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি। তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনন্যার বাড়িতেও তল্লাশি চালিয়েছে।