সুযোগ পেতে ২০ কোটি রুপি ঘুস দিয়েছিলেন রণবীর!
বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ২২:৫৫:০৭ | অনলাইন সংস্করণ
অনৈতিক প্রস্তাব মেনে নিলে সিনেমায় সুযোগ করে দেওয়া নিয়ে বলিউডে কম হইচই হয়নি। মি টু আন্দোলনের উত্তেজনার রেশ এখনো কাটেনি বলি ইন্ডাস্ট্রিতে।
এছাড়া স্বজনপ্রীতির নানা খবর তো আছেই।
কিন্তু এবার ঘুস বাণিজ্যের নতুন খবরে নড়েচড়ে বসেছে বি টাউন। আর সেই অভিযোগ এসেছে হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধেই।
বলিউডে অভিনয়ের সুযোগ পেতে নাকি ২০ কোটি রুপি ঘুস দিয়েছিলেন রণবীর!
রণবীর সিং ও যশরাজ ফিল্মসের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন বলিউড অভিনেতা এবং স্বঘোষিত ছবি সমালোচক কমল আর খান।
‘বান্টি অউর বাবলি ২’ ছবির সমালোচনা করতে গিয়ে সম্প্রতি জোর গলায় এ দাবি করেন কমল।
তার দাবি, আদিত্য চোপড়া রণভীরকে বলিউডে নিয়ে আসেননি। অভিনেতার বাবার থেকে ২০ কোটি রুপি নিয়েছিলেন এই সুযোগের বিনিময়ে।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের হাত ধরে বলিউডের রূপালি পর্দায় অভিষেক ঘটে রণবীরের। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বিট্টু শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথম ছবিতেই সিনেপ্রেমীদের নজর কাড়েন। ভূয়সী প্রশংসা পান। পেছনে ফিরে তাকাতেই হয়নি তাকে।
তবে কমলের ভাষ্য, নিজের প্রতিভার জন্য নয়, অঢেল অর্থের জোরেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন পর্দার ‘খিলজি’।
প্রসঙ্গত,সমালোচক কমল আর খানের এমন দাবিতে অবশ্য অনেকেই মাতেননি। কারণ এর আগে এমন অনেক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন কমল। তার অনেকগুলোরই সত্যতা পাওয়া যায়নি।
বলি ভাইজান সালমানের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছিলেন কমল। মাস কয়েক আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে সমালোচনা করেন কমল।
এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সালমান। এরপর টুইট করে কমল ঘোষণা দেন আর কখনো সালমানের সিনেমা নিয়ে ভিডিও করবেন না তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুযোগ পেতে ২০ কোটি রুপি ঘুস দিয়েছিলেন রণবীর!
অনৈতিক প্রস্তাব মেনে নিলে সিনেমায় সুযোগ করে দেওয়া নিয়ে বলিউডে কম হইচই হয়নি। মি টু আন্দোলনের উত্তেজনার রেশ এখনো কাটেনি বলি ইন্ডাস্ট্রিতে।
এছাড়া স্বজনপ্রীতির নানা খবর তো আছেই।
কিন্তু এবার ঘুস বাণিজ্যের নতুন খবরে নড়েচড়ে বসেছে বি টাউন। আর সেই অভিযোগ এসেছে হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধেই।
বলিউডে অভিনয়ের সুযোগ পেতে নাকি ২০ কোটি রুপি ঘুস দিয়েছিলেন রণবীর!
রণবীর সিং ও যশরাজ ফিল্মসের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন বলিউড অভিনেতা এবং স্বঘোষিত ছবি সমালোচক কমল আর খান।
‘বান্টি অউর বাবলি ২’ ছবির সমালোচনা করতে গিয়ে সম্প্রতি জোর গলায় এ দাবি করেন কমল।
তার দাবি, আদিত্য চোপড়া রণভীরকে বলিউডে নিয়ে আসেননি। অভিনেতার বাবার থেকে ২০ কোটি রুপি নিয়েছিলেন এই সুযোগের বিনিময়ে।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের হাত ধরে বলিউডের রূপালি পর্দায় অভিষেক ঘটে রণবীরের। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বিট্টু শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথম ছবিতেই সিনেপ্রেমীদের নজর কাড়েন। ভূয়সী প্রশংসা পান। পেছনে ফিরে তাকাতেই হয়নি তাকে।
তবে কমলের ভাষ্য, নিজের প্রতিভার জন্য নয়, অঢেল অর্থের জোরেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন পর্দার ‘খিলজি’।
প্রসঙ্গত,সমালোচক কমল আর খানের এমন দাবিতে অবশ্য অনেকেই মাতেননি। কারণ এর আগে এমন অনেক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন কমল। তার অনেকগুলোরই সত্যতা পাওয়া যায়নি।
বলি ভাইজান সালমানের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছিলেন কমল। মাস কয়েক আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে সমালোচনা করেন কমল।
এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সালমান। এরপর টুইট করে কমল ঘোষণা দেন আর কখনো সালমানের সিনেমা নিয়ে ভিডিও করবেন না তিনি।