বিয়ের কেকের দাম ৪ লাখ, নিমন্ত্রিতদের পাতে আরও যা থাকছে
যুগান্তর ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ২০:১৮:২৬ | অনলাইন সংস্করণ
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই।
কোথায় বিয়ে হচ্ছে— বিয়ের অতিথি কারা, বিয়ের খরচ, ওমিক্রম আতঙ্কে বিয়ের আয়োজন কীভাবে সারবেন এ দুই তারকা— এসব নিয়ে মাতামাতির শেষ নেই। রাজস্থানের বিলাসবহুল হোটেল সেজেছে নববধূর সাজে। পাঞ্জাবি রীতিতে সেই হোটেলে গাঁটছড়া ক্যাট ও ভিকির নতুন যাত্রা শুরু হবে।
বলিউডের আলোচিত এই যুগলের বিয়ের জন্য কেকটি বানিয়েছেন ইতালির এক বিখ্যাত শেফ। নীল আর সাদা পাঁচতলা ওই কেকটি বানাতে খরচ পড়েছে ভারতীয় মুদ্রায় চার লাখ রুপি। ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বলিউডের আলোচিত এই বিয়েতে আসা অতিথিদের পাতে কী কী খাবার থাকবে তার একটি তালিকাও প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। দেখা নেওয়া যাক ভিক্যাট অতিথিদের জন্য বিয়েতে কী আয়োজন রেখেছেন :
• কচুরি, দই বড়া এবং ফিউশন চাট, যা অতিথিদের সামনেই গরমাগরম বানিয়ে দেওয়া হবে।
• উত্তর ভারতীয় বিভিন্ন সুস্বাদু খাবার যার মধ্যে রয়েছে কাবাব এবং ফিশ প্ল্যাটার।
• ঐতিহ্যবাহী রাজস্থানী রন্ধনপ্রণালীতে ১৫ ধরনের ডাল দিয়ে তৈরি বিশেষ খাবার।
• সেই আলোচিত পাঁচ তলা কেক।
• এছাড়া পান এবং ফুচকাসহ বিভিন্ন ভারতীয় খাবারের জন্য আলাদা স্টলও থাকছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের কেকের দাম ৪ লাখ, নিমন্ত্রিতদের পাতে আরও যা থাকছে
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই।
কোথায় বিয়ে হচ্ছে— বিয়ের অতিথি কারা, বিয়ের খরচ, ওমিক্রম আতঙ্কে বিয়ের আয়োজন কীভাবে সারবেন এ দুই তারকা— এসব নিয়ে মাতামাতির শেষ নেই। রাজস্থানের বিলাসবহুল হোটেল সেজেছে নববধূর সাজে। পাঞ্জাবি রীতিতে সেই হোটেলে গাঁটছড়া ক্যাট ও ভিকির নতুন যাত্রা শুরু হবে।
বলিউডের আলোচিত এই যুগলের বিয়ের জন্য কেকটি বানিয়েছেন ইতালির এক বিখ্যাত শেফ। নীল আর সাদা পাঁচতলা ওই কেকটি বানাতে খরচ পড়েছে ভারতীয় মুদ্রায় চার লাখ রুপি। ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বলিউডের আলোচিত এই বিয়েতে আসা অতিথিদের পাতে কী কী খাবার থাকবে তার একটি তালিকাও প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। দেখা নেওয়া যাক ভিক্যাট অতিথিদের জন্য বিয়েতে কী আয়োজন রেখেছেন :
• কচুরি, দই বড়া এবং ফিউশন চাট, যা অতিথিদের সামনেই গরমাগরম বানিয়ে দেওয়া হবে।
• উত্তর ভারতীয় বিভিন্ন সুস্বাদু খাবার যার মধ্যে রয়েছে কাবাব এবং ফিশ প্ল্যাটার।
• ঐতিহ্যবাহী রাজস্থানী রন্ধনপ্রণালীতে ১৫ ধরনের ডাল দিয়ে তৈরি বিশেষ খাবার।
• সেই আলোচিত পাঁচ তলা কেক।
• এছাড়া পান এবং ফুচকাসহ বিভিন্ন ভারতীয় খাবারের জন্য আলাদা স্টলও থাকছে।