সিনেমাতেও ব্যস্ত চুমকী
অভিনেত্রী, নাট্যকার ও নির্মাতা- এই তিন মাধ্যমেই সক্রিয় নাজনীন হাসান চুমকী। সচরাচর নাটকেই তাকে বেশি অভিনয়ে দেখা যায়। তবে এখন সিনেমাতেও তার কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষ দিন মুক্তিপ্রাপ্ত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন চুমকী। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এগুলো হলো ফজলুল কবির তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ এবং আউয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’। এই সিনেমা দুটিতে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে চুমকী বলেন, আমার দীর্ঘ অভিনয় জীবনে নাটকের চেয়ে সিনেমায় অভিনয় কম করেছি। তবে কিছুদিন আগে এ সিনেমা দুটিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। আমার কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে সিনেমা দুটি।
অন্যদিকে চুমকী মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন। বিটিভিতে শিগগিরই প্রচার হবে তার অভিনীত ‘জিন্দাবাহার’ নামের একটি ধারাবাহিক নাটক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিনেমাতেও ব্যস্ত চুমকী
অভিনেত্রী, নাট্যকার ও নির্মাতা- এই তিন মাধ্যমেই সক্রিয় নাজনীন হাসান চুমকী। সচরাচর নাটকেই তাকে বেশি অভিনয়ে দেখা যায়। তবে এখন সিনেমাতেও তার কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষ দিন মুক্তিপ্রাপ্ত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন চুমকী। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এগুলো হলো ফজলুল কবির তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ এবং আউয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’। এই সিনেমা দুটিতে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে চুমকী বলেন, আমার দীর্ঘ অভিনয় জীবনে নাটকের চেয়ে সিনেমায় অভিনয় কম করেছি। তবে কিছুদিন আগে এ সিনেমা দুটিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। আমার কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে সিনেমা দুটি।
অন্যদিকে চুমকী মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন। বিটিভিতে শিগগিরই প্রচার হবে তার অভিনীত ‘জিন্দাবাহার’ নামের একটি ধারাবাহিক নাটক।