দীর্ঘদিন পর লাইভে ‘চাইম’
এক সময়ের শ্রোতাদের পছন্দের ব্যান্ড দল চাইম এখন আর নিয়মিত লাইভ অনুষ্ঠান করে না টিভিতে।
মাঝে মধ্যে স্টেজ শো করলেও সেভাবে সক্রিয় নয় এ ব্যান্ড দলটি। তবে শ্রোতাদের কাছে এখনো সমান জনপ্রিয় এই ব্যান্ড দলটি।
দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এটি ১৩ জানুয়ারি এটিএন বাংলায় ‘মিউজিক লাউঞ্জ’ নামের একটি লাইভ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে।
বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার।
অনুষ্ঠানে তুমি আকাশের বুকে, তুমি জানো না রে প্রিয়, নাতি খাতি বেলা গেল, কালো মাইয়া কালো বইলা, যদি হিমালয় হয়ে, কোন কারণেই, তোমাকে ভালবেসে, আবার দেখা হবে, তুমি আর একবার আসিয়া এবং নীল টিপ শিরোনামের গান। গানের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ব্যান্ড দলের সদস্যরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দীর্ঘদিন পর লাইভে ‘চাইম’
এক সময়ের শ্রোতাদের পছন্দের ব্যান্ড দল চাইম এখন আর নিয়মিত লাইভ অনুষ্ঠান করে না টিভিতে।
মাঝে মধ্যে স্টেজ শো করলেও সেভাবে সক্রিয় নয় এ ব্যান্ড দলটি। তবে শ্রোতাদের কাছে এখনো সমান জনপ্রিয় এই ব্যান্ড দলটি।
দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এটি ১৩ জানুয়ারি এটিএন বাংলায় ‘মিউজিক লাউঞ্জ’ নামের একটি লাইভ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে।
বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার।
অনুষ্ঠানে তুমি আকাশের বুকে, তুমি জানো না রে প্রিয়, নাতি খাতি বেলা গেল, কালো মাইয়া কালো বইলা, যদি হিমালয় হয়ে, কোন কারণেই, তোমাকে ভালবেসে, আবার দেখা হবে, তুমি আর একবার আসিয়া এবং নীল টিপ শিরোনামের গান। গানের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ব্যান্ড দলের সদস্যরা।