শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন ডিপজল (ভিডিও)
অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সাভারের ফুলবাড়িয়ায় তার বাড়ি ও আশেপাশের লোকেশনে ‘জিম্মি’ নামে সাত পর্বের এই সিরিজটির শুটিং শেষ হয়েছে। যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রথম ওয়েব সিরিজ ও চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডিপজল। এ সময় উঠে এসেছে আসন্ন শিল্প সমিতির নির্বাচন প্রসঙ্গ।
যুগান্তর : শিল্পী সমিতির নির্বাচন নিয়ে...
ডিপজল : আমার কখনোই নির্বাচন করার ইচ্ছা ছিল না। আবার না করলেও হয় না। কারণ, তাদের পাশে থাকলে হয়তো ভালো কিছু হবে, সবাই মিলে কাজ করতে পারব, এই তাগিদ থেকেই আসতে হয়। সবসময় ভালো কিছুর সঙ্গে থাকার চেষ্টা করি।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। ওই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচন করবেন। বর্তমান কমিটিতেও এ পদে তিনি দায়িত্ব পালন করছেন
এছাড়া, ঢাকা সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। একটা সময় জনপ্রতিনিধিত্বের সঙ্গে রাজনীতিও করেছেন।
এদিকে, ডিপজলের প্রথম ওয়েব সিরিজ জিম্মিতে দেখা যাবে নবাগত তারেক তাঞ্জ ও মানতাশা মিমকে। মনতাজুর রহমান আকবর ভাইয়ের পরিচালনায় জিম্মিতে শুধু নতুনরা নন, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, মাসুম বাশার, মিলি বাশারদের মতো গুণী শিল্পী অভিনয় করেছেন। একটি ভিন্ন চরিত্রে রায়হান দিপুকে (ছোট দিপু) দেখা যাবে। ডিপজল নিজেও শিরিন শিলার বিপরীতে অভিনয় করেছেন ওয়েব সিরিজটিতে।
জিম্মি ওয়েব সিরিজটিতে অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার সবই পাওয়া যাবে বলে এর আগে জানিয়েছিলেন পরিচালক মনতাজুর রহমান আকবর।
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন ডিপজল (ভিডিও)
শামীম হোসেন
১৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৯:১৩ | অনলাইন সংস্করণ
অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সাভারের ফুলবাড়িয়ায় তার বাড়ি ও আশেপাশের লোকেশনে ‘জিম্মি’ নামে সাত পর্বের এই সিরিজটির শুটিং শেষ হয়েছে। যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রথম ওয়েব সিরিজ ও চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডিপজল। এ সময় উঠে এসেছে আসন্ন শিল্প সমিতির নির্বাচন প্রসঙ্গ।
যুগান্তর : শিল্পী সমিতির নির্বাচন নিয়ে...
ডিপজল : আমার কখনোই নির্বাচন করার ইচ্ছা ছিল না। আবার না করলেও হয় না। কারণ, তাদের পাশে থাকলে হয়তো ভালো কিছু হবে, সবাই মিলে কাজ করতে পারব, এই তাগিদ থেকেই আসতে হয়। সবসময় ভালো কিছুর সঙ্গে থাকার চেষ্টা করি।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। ওই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচন করবেন। বর্তমান কমিটিতেও এ পদে তিনি দায়িত্ব পালন করছেন
এছাড়া, ঢাকা সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। একটা সময় জনপ্রতিনিধিত্বের সঙ্গে রাজনীতিও করেছেন।
এদিকে, ডিপজলের প্রথম ওয়েব সিরিজ জিম্মিতে দেখা যাবে নবাগত তারেক তাঞ্জ ও মানতাশা মিমকে। মনতাজুর রহমান আকবর ভাইয়ের পরিচালনায় জিম্মিতে শুধু নতুনরা নন, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, মাসুম বাশার, মিলি বাশারদের মতো গুণী শিল্পী অভিনয় করেছেন। একটি ভিন্ন চরিত্রে রায়হান দিপুকে (ছোট দিপু) দেখা যাবে। ডিপজল নিজেও শিরিন শিলার বিপরীতে অভিনয় করেছেন ওয়েব সিরিজটিতে।
জিম্মি ওয়েব সিরিজটিতে অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার সবই পাওয়া যাবে বলে এর আগে জানিয়েছিলেন পরিচালক মনতাজুর রহমান আকবর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023