ফোক লাইভে সাগর বাউল ও জেসি মোশাররফ

 বিনোদন প্রতিবেদন  
১৪ জানুয়ারি ২০২২, ১০:২০ পিএম  |  অনলাইন সংস্করণ

বৈশাখী টিভির ফোক লাইভ অনুষ্ঠানটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এতে সব প্রতিভাবান তরুণ শিল্পীরা গান গাইছেন। সেই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া পর্বে গান গেয়েছেন কণ্ঠশিল্পী সাগর বাউল ও জেসি মোশাররফ।

কিছু শেকড় সন্ধানী গান নিয়ে হাজির হয়েছিলেন তারা। অনুষ্ঠানটিতে রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করেন এই গুণী শিল্পীদ্বয়। তারা বলেন, দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে গেয়েছেন। গানগুলো দর্শকদের ভালো লেগেছে  বলে তারা জানান। 

আফরিন অথৈয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান। এ অনুষ্ঠান ছাড়া স্টেজ অনুষ্ঠানে নিয়মিত গাইছেন এই দুই শিল্পী। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন