নতুন খবর দিলেন তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকের পাশাপাশি মডেলিং, প্রচারণা ইত্যাদি কাজও করে থাকেন। নতুন বছরে অভিনেত্রী যুক্ত হয়েছেন ইনফিনিক্স নামের স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে।
রোববার (১৬ জানুয়ারি) ইনফিনিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিশা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি, মার্কেটিং ম্যানেজার রবার্ট, পিআর ম্যানেজার তেহসিন মুসাভী ও ট্রান্সসিয়ন বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) শ্যামল কুমার সাহা প্রমুখ।
তিশা গত বছরও এই দায়িত্ব পালন করেছিলেন। নতুন করে আরও এক বছরের জন্য যুক্ত হয়েছেন। তানজিন তিশা বলেন, আকর্ষণীয় ডিজাইন, নান্দনিক ফিচার ও গুণগত মানের ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোনগুলো সহজেই এ দেশের গ্রাহকদের মন জয় করে নিয়েছে। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তাদের-ই প্রিয় একটি ব্র্যান্ডের প্রচারের দায়িত্ব পেয়ে আমি ভীষণভাবে গর্বিত! এ বছর আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী স্মার্টফোন বাজারে এনে ইনফিনিক্স নিজের অবস্থান দৃঢ় করবে এমনটাই বিশ্বাস করি।
এদিকে ইনফিনিক্স জানিয়েছে, তাদের স্মার্টফোনগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করার ক্ষেত্রে তানজিন তিশাই এখন পর্যন্ত ব্র্যান্ডের সেরা পছন্দ। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশের গ্রাহকদের কাছে ইনফিনিক্সের বার্তা পৌঁছে দিয়েছেন। আবারো তাকে শুভেচ্ছাদূত করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নতুন খবর দিলেন তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকের পাশাপাশি মডেলিং, প্রচারণা ইত্যাদি কাজও করে থাকেন। নতুন বছরে অভিনেত্রী যুক্ত হয়েছেন ইনফিনিক্স নামের স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে।
রোববার (১৬ জানুয়ারি) ইনফিনিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিশা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি, মার্কেটিং ম্যানেজার রবার্ট, পিআর ম্যানেজার তেহসিন মুসাভী ও ট্রান্সসিয়ন বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) শ্যামল কুমার সাহা প্রমুখ।
তিশা গত বছরও এই দায়িত্ব পালন করেছিলেন। নতুন করে আরও এক বছরের জন্য যুক্ত হয়েছেন। তানজিন তিশা বলেন, আকর্ষণীয় ডিজাইন, নান্দনিক ফিচার ও গুণগত মানের ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোনগুলো সহজেই এ দেশের গ্রাহকদের মন জয় করে নিয়েছে। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তাদের-ই প্রিয় একটি ব্র্যান্ডের প্রচারের দায়িত্ব পেয়ে আমি ভীষণভাবে গর্বিত! এ বছর আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী স্মার্টফোন বাজারে এনে ইনফিনিক্স নিজের অবস্থান দৃঢ় করবে এমনটাই বিশ্বাস করি।
এদিকে ইনফিনিক্স জানিয়েছে, তাদের স্মার্টফোনগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করার ক্ষেত্রে তানজিন তিশাই এখন পর্যন্ত ব্র্যান্ডের সেরা পছন্দ। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশের গ্রাহকদের কাছে ইনফিনিক্সের বার্তা পৌঁছে দিয়েছেন। আবারো তাকে শুভেচ্ছাদূত করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত।