মিলনের নতুন ছবি ‘আলপিন’
টিভি নাটক ও সিনেমায় গত কয়েক বছর ধরেই সমান্তরালে অভিনয করে আসছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
করোনাকালেও তিনি সক্রিয় অভিনয়ে। অভিনয়ের ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটির নাম ‘আলপিন’। পরিচালনা করবেন আল হাজেন।
এটিতে মিলনের সহশিল্পী ইয়ামিন হক ববি। ১৭ জানুয়ারি আরটিভি কার্যালয়ে এটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই অভিনেতা। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই তাকে অভিনয়ে দেখা যাবে।
এ প্রসঙ্গে মিলন বলেন, পুলিশের চরিত্রে অভিনয় করছি সিনেমাটিতে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি; তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। দিনশেষে সবাই তো আসলে ভালো গল্প, সেই গল্পের ছোঁয়া আসলে এই ফিল্মটিতে থাকতে। বেঙ্গল মাল্টি মিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ভালো একটি গল্পই পেতে যাচ্ছে দর্শক।
শিগগিরই ঢাকার কিছু লোকেশনে এটির শুটিং শুরু হবে। এদিকে মিলন একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিলনের নতুন ছবি ‘আলপিন’
টিভি নাটক ও সিনেমায় গত কয়েক বছর ধরেই সমান্তরালে অভিনয করে আসছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
করোনাকালেও তিনি সক্রিয় অভিনয়ে। অভিনয়ের ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটির নাম ‘আলপিন’। পরিচালনা করবেন আল হাজেন।
এটিতে মিলনের সহশিল্পী ইয়ামিন হক ববি। ১৭ জানুয়ারি আরটিভি কার্যালয়ে এটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই অভিনেতা। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই তাকে অভিনয়ে দেখা যাবে।
এ প্রসঙ্গে মিলন বলেন, পুলিশের চরিত্রে অভিনয় করছি সিনেমাটিতে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি; তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। দিনশেষে সবাই তো আসলে ভালো গল্প, সেই গল্পের ছোঁয়া আসলে এই ফিল্মটিতে থাকতে। বেঙ্গল মাল্টি মিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ভালো একটি গল্পই পেতে যাচ্ছে দর্শক।
শিগগিরই ঢাকার কিছু লোকেশনে এটির শুটিং শুরু হবে। এদিকে মিলন একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে।