এবার নির্বাচনে তুষার মাহমুদ
গ্রামীণ গল্পের নাটকে সাবলীল অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা তুষার মাহমুদ। ২০০১ সালে শুরু করেছিলেন তার এই পথ চলা। কাজের মাধ্যমে পেয়েছেন জনপ্রিয়তাও।
শুধু নাটকেই সীমাবদ্ধ থাকেনি তুষারের অভিনয় ক্যারিয়ার। এখন পর্যন্ত পাঁচটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
এই অভিনেতা প্রথমবারের মতো অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে তিনি ভোটারদের রায় প্রত্যাশা করছেন।
এ প্রসঙ্গে তুষার মাহমুদ বলেন, ‘টেলিভিশন নাটকই আমার পছন্দের জায়গা। কাজও করছি দুই দশক ধরে। আগে নির্বাচন না করলেও এখন মনে হচ্ছে এই সংগঠনটির সাংগঠনিক কাজে যুক্ত হই। সেই চিন্তা থেকেই নির্বাচনে দাঁড়িয়েছি। আশা করছি ভোটারদের রায়ে আমি জয়ী হব। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সংগঠনের কাজে নিজেকে যুক্ত করতে পারি।’
এদিকে অভিনয়ে বরাবরের মতোই ব্যস্ততা যাচ্ছে তার। এখন চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো- মোহন খানের পরিচালনায় ‘নীড় খোঁজে গাঙচিল’, সোহেল তালুকদারের ‘ভেজাইল্লা গ্রাম’ ও ‘মাই নেম ইজ বেকার’ এবং আরিফুর রহমান নিয়াজের পরিচালনায় ‘জয়-পরাজয়’। এছাড়া এক খণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার নির্বাচনে তুষার মাহমুদ
গ্রামীণ গল্পের নাটকে সাবলীল অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা তুষার মাহমুদ। ২০০১ সালে শুরু করেছিলেন তার এই পথ চলা। কাজের মাধ্যমে পেয়েছেন জনপ্রিয়তাও।
শুধু নাটকেই সীমাবদ্ধ থাকেনি তুষারের অভিনয় ক্যারিয়ার। এখন পর্যন্ত পাঁচটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
এই অভিনেতা প্রথমবারের মতো অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে তিনি ভোটারদের রায় প্রত্যাশা করছেন।
এ প্রসঙ্গে তুষার মাহমুদ বলেন, ‘টেলিভিশন নাটকই আমার পছন্দের জায়গা। কাজও করছি দুই দশক ধরে। আগে নির্বাচন না করলেও এখন মনে হচ্ছে এই সংগঠনটির সাংগঠনিক কাজে যুক্ত হই। সেই চিন্তা থেকেই নির্বাচনে দাঁড়িয়েছি। আশা করছি ভোটারদের রায়ে আমি জয়ী হব। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সংগঠনের কাজে নিজেকে যুক্ত করতে পারি।’
এদিকে অভিনয়ে বরাবরের মতোই ব্যস্ততা যাচ্ছে তার। এখন চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো- মোহন খানের পরিচালনায় ‘নীড় খোঁজে গাঙচিল’, সোহেল তালুকদারের ‘ভেজাইল্লা গ্রাম’ ও ‘মাই নেম ইজ বেকার’ এবং আরিফুর রহমান নিয়াজের পরিচালনায় ‘জয়-পরাজয়’। এছাড়া এক খণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।