এফডিসিতে চিত্রনায়ক ইমন লাঞ্ছিত
এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুণের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ অনেকেই ছিলেন।
এ সময় সেখানে মিশা সওদাগরের সঙ্গে থাকা এক যুবক মিছিলে থাকা ইমনকে ধাক্কা দেয়। ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগিয়ে এলে যুবকটি ফের ধাক্কা দেয়।
ইমন বলেন, আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে ধাক্কা দেয়। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা দেয়। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মীমাংসা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। পরে আমি চলে আসি।
এ বিষয়ে মিশা সওদাগর জানান, আমি ঘটনাস্থলেই ছিলাম, যার সঙ্গে ইমনের ধাক্কার ঘটনা ঘটেছে তিনি আমাদের সহযোগী মেম্বার। আমি সঙ্গে সঙ্গে মিটিয়ে দিয়েছি বিষয়টি এবং সে ইমনকে সরি বলেছে।
এ ঘটনার পর থেকে এফডিসিতে বেশ উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে৷
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এফডিসিতে চিত্রনায়ক ইমন লাঞ্ছিত
এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুণের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ অনেকেই ছিলেন।
এ সময় সেখানে মিশা সওদাগরের সঙ্গে থাকা এক যুবক মিছিলে থাকা ইমনকে ধাক্কা দেয়। ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগিয়ে এলে যুবকটি ফের ধাক্কা দেয়।
ইমন বলেন, আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে ধাক্কা দেয়। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা দেয়। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মীমাংসা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। পরে আমি চলে আসি।
এ বিষয়ে মিশা সওদাগর জানান, আমি ঘটনাস্থলেই ছিলাম, যার সঙ্গে ইমনের ধাক্কার ঘটনা ঘটেছে তিনি আমাদের সহযোগী মেম্বার। আমি সঙ্গে সঙ্গে মিটিয়ে দিয়েছি বিষয়টি এবং সে ইমনকে সরি বলেছে।
এ ঘটনার পর থেকে এফডিসিতে বেশ উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে৷