চুমকীর জিন্দাবাহার নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকের
বিনোদন প্রতিবেদন
২২ জানুয়ারি ২০২২, ০২:৩৯:৩১ | অনলাইন সংস্করণ
নবাব সিরাজউদ্দৌলার শাসনপরবর্তী নবাব পরিবারের পরিণতি ও সেই সময়ের ঢাকার রাজনৈতিক অবস্থাকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘জিন্দাবাহার’ নামের একটি ধারাবাহিক নাটক।
মামুনুর রশীদের রচনায় এটি পরিচালনা করেছেন ফজলে আজিম জুয়েল। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়েছে। এতে ঘষেটি বেগমের চরিত্রে অভিনয় করেছেন নাজনীন চুমকী। এরই মধ্যে এতে চুমকীর অভিনয়ও প্রশংসিত হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিক গল্পের এই নাটকটিতে অভিনয় করে ভালো লেগেছে। কারণ এতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরের অনেক বিষয়ই উঠে এসেছে। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ন। আশা করছি পুরো নাটকটিই দর্শকের ভালো লাগবে।
এদিকে সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি মঞ্চ নাটকের অভিনয়েও তিনি যুক্ত। অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের আসন্ন নির্বাচনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন। মিডিয়ার কাজ ছাড়াও এই অভিনেত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মাধ্যমে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য গবেষণা কাজে যুক্ত আছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চুমকীর জিন্দাবাহার নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকের
নবাব সিরাজউদ্দৌলার শাসনপরবর্তী নবাব পরিবারের পরিণতি ও সেই সময়ের ঢাকার রাজনৈতিক অবস্থাকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘জিন্দাবাহার’ নামের একটি ধারাবাহিক নাটক।
মামুনুর রশীদের রচনায় এটি পরিচালনা করেছেন ফজলে আজিম জুয়েল। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়েছে। এতে ঘষেটি বেগমের চরিত্রে অভিনয় করেছেন নাজনীন চুমকী। এরই মধ্যে এতে চুমকীর অভিনয়ও প্রশংসিত হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিক গল্পের এই নাটকটিতে অভিনয় করে ভালো লেগেছে। কারণ এতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরের অনেক বিষয়ই উঠে এসেছে। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ন। আশা করছি পুরো নাটকটিই দর্শকের ভালো লাগবে।
এদিকে সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি মঞ্চ নাটকের অভিনয়েও তিনি যুক্ত। অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের আসন্ন নির্বাচনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন। মিডিয়ার কাজ ছাড়াও এই অভিনেত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মাধ্যমে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য গবেষণা কাজে যুক্ত আছেন।