এবার ধারাবাহিক নাটক পরিচালনায় শাহেদ
মডেল ও অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ও জনপ্রিয় শাহেদ শরীফ খান। তবে একজন নাট্যকার ও নির্মাতা হিসেবেও রয়েছে তার কাজ করার অভিজ্ঞতা। অভিনয়ে নিয়মিত থাকলেও পরিচালনায় সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে না তাকে।
দীর্ঘ বিরতির পর একটি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া নাটকটির গল্প লিখেছেন আবুল হায়াত। বর্তমানে নাটকটির প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে।
এ প্রসঙ্গে শাহেদ বলেন, অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজটি করতেও বেশ ভালো লাগে আমার। তাই অনেক আগেই পরিচালনা শুরু করেছিলাম। করোনাকালের কারণেই পরিচালনায় বিরতি নিয়েছিলাম। তবে এখন আর অপেক্ষা করতে চাই না। শিগগিরই একটি ধারাবাহিক নাটক পরিচালনায় হাত দিচ্ছি। সব ঠিক থাকলেও অল্প সময়ের মধ্যেই এটির শুটিং শেষ করতে পারব।
এদিকে দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাহেদ। পাশাপাশি সিনেমায় অভিনয়ের ব্যস্ততাও আছে তার। সম্প্রতি অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার ধারাবাহিক নাটক পরিচালনায় শাহেদ
মডেল ও অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ও জনপ্রিয় শাহেদ শরীফ খান। তবে একজন নাট্যকার ও নির্মাতা হিসেবেও রয়েছে তার কাজ করার অভিজ্ঞতা। অভিনয়ে নিয়মিত থাকলেও পরিচালনায় সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে না তাকে।
দীর্ঘ বিরতির পর একটি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া নাটকটির গল্প লিখেছেন আবুল হায়াত। বর্তমানে নাটকটির প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে।
এ প্রসঙ্গে শাহেদ বলেন, অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজটি করতেও বেশ ভালো লাগে আমার। তাই অনেক আগেই পরিচালনা শুরু করেছিলাম। করোনাকালের কারণেই পরিচালনায় বিরতি নিয়েছিলাম। তবে এখন আর অপেক্ষা করতে চাই না। শিগগিরই একটি ধারাবাহিক নাটক পরিচালনায় হাত দিচ্ছি। সব ঠিক থাকলেও অল্প সময়ের মধ্যেই এটির শুটিং শেষ করতে পারব।
এদিকে দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাহেদ। পাশাপাশি সিনেমায় অভিনয়ের ব্যস্ততাও আছে তার। সম্প্রতি অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।