সুবর্ণা মোর্শেদার ‘অন্বেষণ’, অন্ধকারে জীবনের খোঁজ
বিনোদন প্রতিবেদন
২২ জানুয়ারি ২০২২, ০৪:৫১:১৮ | অনলাইন সংস্করণ
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ইএমকে সেন্টারে চলছে শিল্পী সুবর্ণা মোর্শেদার একক চিত্রপ্রদর্শনী ‘অন্বেষণ’।
প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রফেসর জামাল আহমেদ, আনিসুজ্জামান ও মনের বন্ধুর তওহিদা শিরোপা।
শিল্পী জানান, লিথোগ্রাফ, সায়ানোটাইপ, পেন্সিল স্কেচ, জলরং- বিভিন্ন মাধ্যমে করা ৪২টি শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। শো'টি কিউরেট করেছেন দৃকের কিউরেটর রেজাউর রহমান।
এ প্রসঙ্গে সুবর্ণা মোর্শেদা বলেন, অন্বেষণ মানে তো খোঁজ। এই খোঁজ হলো আত্ম-অন্বেষণ। নিজেকে খোঁজার যে তাগিদ, আমার মধ্যে সেটা সবসময়ই কাজ করে। এ তাগিদ থেকেই আমার কাজের শুরু বলা যেতে পারে। সবসময় মনে হয়, নিজেকে খোঁজার চেয়ে কঠিন কিছু নাই। গত দুই বছরে সেই খোঁজার তাগিদ আরও তীব্র হয়ে উঠেছে। আমার ছবিগুলো যেন জীবনের মতো। আমার জীবন যেন আমার ছবির মতো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুবর্ণা মোর্শেদার ‘অন্বেষণ’, অন্ধকারে জীবনের খোঁজ
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ইএমকে সেন্টারে চলছে শিল্পী সুবর্ণা মোর্শেদার একক চিত্রপ্রদর্শনী ‘অন্বেষণ’।
প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রফেসর জামাল আহমেদ, আনিসুজ্জামান ও মনের বন্ধুর তওহিদা শিরোপা।
শিল্পী জানান, লিথোগ্রাফ, সায়ানোটাইপ, পেন্সিল স্কেচ, জলরং- বিভিন্ন মাধ্যমে করা ৪২টি শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। শো'টি কিউরেট করেছেন দৃকের কিউরেটর রেজাউর রহমান।
এ প্রসঙ্গে সুবর্ণা মোর্শেদা বলেন, অন্বেষণ মানে তো খোঁজ। এই খোঁজ হলো আত্ম-অন্বেষণ। নিজেকে খোঁজার যে তাগিদ, আমার মধ্যে সেটা সবসময়ই কাজ করে। এ তাগিদ থেকেই আমার কাজের শুরু বলা যেতে পারে। সবসময় মনে হয়, নিজেকে খোঁজার চেয়ে কঠিন কিছু নাই। গত দুই বছরে সেই খোঁজার তাগিদ আরও তীব্র হয়ে উঠেছে। আমার ছবিগুলো যেন জীবনের মতো। আমার জীবন যেন আমার ছবির মতো।