দুঃসংবাদ দিলেন নায়িকা পূর্ণিমা
ভক্ত-শুভাকাঙক্ষীদের দুঃসংবাদ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে একটি ছোট্ট স্ট্যাটাস দিয়ে তিনি জানান ‘কোভিড পজিটিভ’ হয়েছেন।
পূর্ণিমা বলেন, আপাতত বিশ্রামে আছি। এখন কাশি আর দুর্বলতাই বেশি ভোগাচ্ছে। চিকিৎসকের পরমার্শে আছি। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হতে পারি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ ছবির মাধ্যমে লম্বা সময় পর বড়পর্দায় কামব্যাক করেছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে আছেন পূর্ণিমা, আর শেখ মুজিবুর রহমানের চরিত্র করেছেন আহমেদ রুবেল। এ ছবির আরও দুটি কিস্তি হওয়ার কথা রয়েছে।
পূর্ণিমার হাতে থাকা অন্য দুই ছবি হলো ‘জ্যাম’ ও ‘গাংচিল’। করোনার কারণে গত দুই বছর নাটক বন্ধ রাখলেও নিয়মিত সেলিব্রিটি শো’র সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে।
বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন পূর্ণিমা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুঃসংবাদ দিলেন নায়িকা পূর্ণিমা
ভক্ত-শুভাকাঙক্ষীদের দুঃসংবাদ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে একটি ছোট্ট স্ট্যাটাস দিয়ে তিনি জানান ‘কোভিড পজিটিভ’ হয়েছেন।
পূর্ণিমা বলেন, আপাতত বিশ্রামে আছি। এখন কাশি আর দুর্বলতাই বেশি ভোগাচ্ছে। চিকিৎসকের পরমার্শে আছি। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হতে পারি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ ছবির মাধ্যমে লম্বা সময় পর বড়পর্দায় কামব্যাক করেছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে আছেন পূর্ণিমা, আর শেখ মুজিবুর রহমানের চরিত্র করেছেন আহমেদ রুবেল। এ ছবির আরও দুটি কিস্তি হওয়ার কথা রয়েছে।
পূর্ণিমার হাতে থাকা অন্য দুই ছবি হলো ‘জ্যাম’ ও ‘গাংচিল’। করোনার কারণে গত দুই বছর নাটক বন্ধ রাখলেও নিয়মিত সেলিব্রিটি শো’র সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে।
বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন পূর্ণিমা।