অভিনেতা তুষার খানের শারীরিক অবস্থার অবনতি
শারীরিক অবস্থার অবনতি ঘটায় শনিবার (২২ জানুয়ারি) অভিনেতা তুষার খানকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
আহসান হাবিব নাসিম বলেন, ছয়-সাত দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। উনার সঙ্গে এক দিন আগে আমার ফোনে কথা হয়, তখন তার খুব কাশি হচ্ছিল। কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন, এখন সেটা ফুসফুসে সংক্রমিত হয়েছে। বর্তমানে তুষার ভাইকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।
প্রায় চার দশক ধরে অভিনয় করছেন তুষার খান। পরিচালনাও করেছেন তিনি। তুষার খান পরিচালিত একমাত্র টেলিফিল্ম ‘কচুরিপানা’।
১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তুষার।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় তার। মুহম্মদ হান্নানের পরিচালনায় সালমান শাহের সঙ্গে ‘বিক্ষোভ’সিনেমায় অভিনয় করে পরিচিত পান তুষার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভিনেতা তুষার খানের শারীরিক অবস্থার অবনতি
শারীরিক অবস্থার অবনতি ঘটায় শনিবার (২২ জানুয়ারি) অভিনেতা তুষার খানকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
আহসান হাবিব নাসিম বলেন, ছয়-সাত দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। উনার সঙ্গে এক দিন আগে আমার ফোনে কথা হয়, তখন তার খুব কাশি হচ্ছিল। কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন, এখন সেটা ফুসফুসে সংক্রমিত হয়েছে। বর্তমানে তুষার ভাইকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।
প্রায় চার দশক ধরে অভিনয় করছেন তুষার খান। পরিচালনাও করেছেন তিনি। তুষার খান পরিচালিত একমাত্র টেলিফিল্ম ‘কচুরিপানা’।
১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তুষার।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় তার। মুহম্মদ হান্নানের পরিচালনায় সালমান শাহের সঙ্গে ‘বিক্ষোভ’সিনেমায় অভিনয় করে পরিচিত পান তুষার।