এক যুগ পর হামিন
১৬ বছর পর ব্যান্ডশিল্পী হামিন আহমেদ কণ্ঠ দিয়েছেন একটি একক গানে। এটির শিরোনাম ‘যেও না চলে’। নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস থেকে গানটি ২১ জানুয়ারি প্রকাশ হয়েছে। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে রোমান্টিক গানটি এরই মধ্যে শ্রোতারা আগ্রহ নিয়ে শুনছেন।
গানটি নিয়ে হামিন আহমেদ বলেন, এ গানের যে কথা তা প্রতিটি মানুষের জীবনেই কখনও না কখনও অনুভূত হয়। গানটা সে রকম একটি অনুভূতি থেকেই তৈরি।
এর আগে ২০০৬ সালে ব্যান্ড মাইলসের বাইরে সলো গান প্রকাশ করেছিলেন হামিন আহমেদ। ১৬ বছর পর একক গানে ফেরার কারণটাও বললেন, আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনও খুব বেশি সময় দিইনি । ব্যান্ডের বাইরেও কিছু গান যা আমাকে উৎসাহিত করে, সে ধরণের কিছু গান এখন থেকে গাইব।
এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃণা ও নিবিড় আহমেদ নাহিদ। টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এক যুগ পর হামিন
১৬ বছর পর ব্যান্ডশিল্পী হামিন আহমেদ কণ্ঠ দিয়েছেন একটি একক গানে। এটির শিরোনাম ‘যেও না চলে’। নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস থেকে গানটি ২১ জানুয়ারি প্রকাশ হয়েছে। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে রোমান্টিক গানটি এরই মধ্যে শ্রোতারা আগ্রহ নিয়ে শুনছেন।
গানটি নিয়ে হামিন আহমেদ বলেন, এ গানের যে কথা তা প্রতিটি মানুষের জীবনেই কখনও না কখনও অনুভূত হয়। গানটা সে রকম একটি অনুভূতি থেকেই তৈরি।
এর আগে ২০০৬ সালে ব্যান্ড মাইলসের বাইরে সলো গান প্রকাশ করেছিলেন হামিন আহমেদ। ১৬ বছর পর একক গানে ফেরার কারণটাও বললেন, আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনও খুব বেশি সময় দিইনি । ব্যান্ডের বাইরেও কিছু গান যা আমাকে উৎসাহিত করে, সে ধরণের কিছু গান এখন থেকে গাইব।
এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃণা ও নিবিড় আহমেদ নাহিদ। টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত হয়েছে।