পাশের বাসার ভাবি রন্টি দাস!
পাশের বাসার ভাইয়া নাকী ভাবি? কার বিপদে সবার আগে এগিয়ে যান জনপ্রিয় কণ্ঠশিল্পী রন্টি দাস? তার গানের রেওয়াজের শব্দে অতিষ্ঠ হয়ে প্রতি মাসে কতজন প্রতিবেশী বাসা ছাড়তে বাধ্য হয়? গানের জগতে তার দুষ্ট প্রতিবেশী কী? মিডিয়ার কাকে তিনি প্রতিবেশী হিসেবে চান। সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘প্রতিবেশী’ পর্বে।
এ ছাড়া ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আফনান আহমেদ রাশেদ। আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘প্রতিবেশী’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে ২৫ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে।
এতে পারফরম করা প্রসঙ্গে রন্টি দাস বলেন, টিভিতে সবসময় গানের অনুষ্ঠানই করা হচ্ছে। তবে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে এসে অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে, যা দর্শক দেখতে পাবেন। আশা করছি অনুষ্ঠানটি উপভোগ্যই হবে।
এদিকে স্টেজ অনুষ্ঠান নিয়ে গত দুই মাস বেশ ব্যস্তই ছিলেন এই সংগীত শিল্পী। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপাতত স্টেজ শোয়ের ব্যস্ততা কমেছে তার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাশের বাসার ভাবি রন্টি দাস!
পাশের বাসার ভাইয়া নাকী ভাবি? কার বিপদে সবার আগে এগিয়ে যান জনপ্রিয় কণ্ঠশিল্পী রন্টি দাস? তার গানের রেওয়াজের শব্দে অতিষ্ঠ হয়ে প্রতি মাসে কতজন প্রতিবেশী বাসা ছাড়তে বাধ্য হয়? গানের জগতে তার দুষ্ট প্রতিবেশী কী? মিডিয়ার কাকে তিনি প্রতিবেশী হিসেবে চান। সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘প্রতিবেশী’ পর্বে।
এ ছাড়া ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আফনান আহমেদ রাশেদ। আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘প্রতিবেশী’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে ২৫ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে।
এতে পারফরম করা প্রসঙ্গে রন্টি দাস বলেন, টিভিতে সবসময় গানের অনুষ্ঠানই করা হচ্ছে। তবে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে এসে অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে, যা দর্শক দেখতে পাবেন। আশা করছি অনুষ্ঠানটি উপভোগ্যই হবে।
এদিকে স্টেজ অনুষ্ঠান নিয়ে গত দুই মাস বেশ ব্যস্তই ছিলেন এই সংগীত শিল্পী। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপাতত স্টেজ শোয়ের ব্যস্ততা কমেছে তার।