শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ পরীমনি, হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১৫:৪০:২১ | অনলাইন সংস্করণ
সিনেমার শুটিং চলাকালে স্পটেই অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।
বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন পরীমনি।
পরীমনি নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আছি। তারা করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না।’
জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। সেসব উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি।
এ বিষয়ে ‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েক দিন শুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।
সম্প্রতি ভক্ত-অনুরাগীদের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন পরীমনি। একই দিন বিয়ের খবরও প্রকাশ্যে আনেন এ নায়িকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ পরীমনি, হাসপাতালে ভর্তি
সিনেমার শুটিং চলাকালে স্পটেই অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।
বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন পরীমনি।
পরীমনি নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আছি। তারা করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না।’
জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। সেসব উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি।
এ বিষয়ে ‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েক দিন শুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।
সম্প্রতি ভক্ত-অনুরাগীদের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন পরীমনি। একই দিন বিয়ের খবরও প্রকাশ্যে আনেন এ নায়িকা।