ভোট দেওয়ার পর যা বললেন বুবলি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। ভোট দেওয়ার বলেন, যারাই ভোটে প্রার্থী হয়েছেন, সবাই আমাদের সিনিয়র, আপন মানুষ। ভোট দেওয়ার সময় শিল্পীদের জন্য সত্যিকার অর্থে যারা কাজ করবেন, তাদের কথা মাথায় ছিল।
নির্বাচনে অভিযোগের বিষয়ে এই অভিনেত্রী বলেন, নির্বাচনে নানা অভিযোগ শোনা গেছে, আমি মনে করি এগুলো নির্বাচনের পর আর থাকবে না।
বুবলির বিশ্বাস, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, নির্বাচনের পর সবাই একত্রে কাজ করবেন। সব মিলিয়ে ভোট দেওয়ার পর তার ভালোলাগা কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে ভোট গ্রহণ শুরু হয়। শিল্পী সমিতির সদস্যদের আগমনে গোটা এফডিসি প্রাঙ্গন সরব হয়ে ওঠে। বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচনে চলচ্চিত্র শিল্পীরা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।
এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়ে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভোট দেওয়ার পর যা বললেন বুবলি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। ভোট দেওয়ার বলেন, যারাই ভোটে প্রার্থী হয়েছেন, সবাই আমাদের সিনিয়র, আপন মানুষ। ভোট দেওয়ার সময় শিল্পীদের জন্য সত্যিকার অর্থে যারা কাজ করবেন, তাদের কথা মাথায় ছিল।
নির্বাচনে অভিযোগের বিষয়ে এই অভিনেত্রী বলেন, নির্বাচনে নানা অভিযোগ শোনা গেছে, আমি মনে করি এগুলো নির্বাচনের পর আর থাকবে না।
বুবলির বিশ্বাস, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, নির্বাচনের পর সবাই একত্রে কাজ করবেন। সব মিলিয়ে ভোট দেওয়ার পর তার ভালোলাগা কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে ভোট গ্রহণ শুরু হয়। শিল্পী সমিতির সদস্যদের আগমনে গোটা এফডিসি প্রাঙ্গন সরব হয়ে ওঠে। বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচনে চলচ্চিত্র শিল্পীরা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।
এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়ে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ।