শিল্পী সমিতির নির্বাচনে এসে যে খবর দিলেন মিম
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৮:৩২:৩৯ | অনলাইন সংস্করণ
শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গন সকাল থেকেই উৎসবমুখর। সকাল ৯টা থেকেবিকাল ৫টা পর্যন্ত চলচ্চিত্রতারকা থেকে শুরু করে কলাকুশলীরা একে একে এসে ভোট দিয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভোট দিতে আসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পর এফডিসিতে এসে প্রথমাবরের মতোগণমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা।
উৎসুক ভক্তদের উদ্দেশে মিম বলেন, নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে। বরের পরিবারের সবাই খুব ভালোবাসেন। হানিমুনে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। আগামী মাসেই হানিমুনে যাব।
তিনি আরও বলেন, সব সময় আমার সঙ্গে মা থাকেন। তাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমার স্বামী আসেনি। নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসবো না এটা কী হয়!
নির্বাচনে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে মিম বলেন, পরিবর্তনে বিশ্বাসী করি। শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন আসা উচিত বলে মনে করি। এই জায়গাট দখল করে রাখার কিছু নেই। যারা আসবেন তারা যেন সিনেমার সুদিন ফিরিয়ে আনতে কাজ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শিল্পী সমিতির নির্বাচনে এসে যে খবর দিলেন মিম
শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গন সকাল থেকেই উৎসবমুখর। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলচ্চিত্র তারকা থেকে শুরু করে কলাকুশলীরা একে একে এসে ভোট দিয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভোট দিতে আসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পর এফডিসিতে এসে প্রথমাবরের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা।
উৎসুক ভক্তদের উদ্দেশে মিম বলেন, নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে। বরের পরিবারের সবাই খুব ভালোবাসেন। হানিমুনে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। আগামী মাসেই হানিমুনে যাব।
তিনি আরও বলেন, সব সময় আমার সঙ্গে মা থাকেন। তাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমার স্বামী আসেনি। নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসবো না এটা কী হয়!
নির্বাচনে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে মিম বলেন, পরিবর্তনে বিশ্বাসী করি। শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন আসা উচিত বলে মনে করি। এই জায়গাট দখল করে রাখার কিছু নেই। যারা আসবেন তারা যেন সিনেমার সুদিন ফিরিয়ে আনতে কাজ করেন।